আমাদের কথা খুঁজে নিন

   

এই সব বাঙ্গালীরা

http://www.facebook.com/reyad.parvez.3 যে সব বাঙ্গালীরা আজও রাস্তার মোড়ে মোড়ে,ফুচকার দোকানে- হালকা প্রেমের সস্তা চুমুকে- অভিমানে গাঢ় হয়ে- একসাথে ঘর করে, সেই সব বাঙ্গালীদের আমার আজকাল বড় ভালো লাগে. এই সব বাঙ্গালীরা দল বেঁধে থাকে, থাকে সুপ্রাচীন বস্তির বনভুমি থেকে সুউচ্চ বিস্তার উত্তাল অট্টলিকার সুরম্য প্রাসাদে- মাতে হৃদয়োল্লাসে- ক্ষুদ্র-ক্ষুদ্র সুখ-দুঃখে, বৃষ্টিতে ভিজে যাওয়া ন্যতন্যতা বাতাসে উড়া রক্তাক্ত নিউজপেপারে, মাতে বর্ষা থেকে ফাল্গুনের প্রথম বাতাসে ঝরে যাওয়া পাতার মত সংক্ষিপ্ত অত্মপ্রসাদে. দিন শেষে দল বেঁধে, পরের দিনের অবিষন্ন স্বপ্নে এদের মন গড়ে- আমি হাঁটতে বের হলে দেখতে পাই, এই সব স্বাপ্নিক বাঙ্গালীরা আজও রাস্তার মোড়ে-মোড়ে,ফুচকার দোকানে- হালকা প্রেমের সস্তা চুমুকে- অভিমানে গাঢ় হয়ে- একসাথে ঘর করে, তাই এই সব বাঙ্গালীদের আমার বড় ভাল লাগে.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।