আমাদের কথা খুঁজে নিন

   

২৩ জুন অ্যালান টুরিঙের শততম জন্মদিবস

তেইশে জুন কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বু্দ্ধিমত্তার জনক অ্যালান টুরিঙের শততম জন্মদিবস। ১৯১২ সালে জন্ম নেয়া এই বিজ্ঞানি ছিলেন একাধারে গণিতবিদ, যুক্তিবিদ, ক্রিপ্টঅ্যানালিস্ট, এবং কম্পিউটার বিজ্ঞানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের ব্লেচলি পার্কের কোড এবং সাইফার স্কুলে কর্মরত অবস্থায় তিনি জার্মানদের গোপনবার্তা উদ্ঘাটনের কৌশল উদ্ভাবন করেন। যু্দ্ধের পর তিনি প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার ACE এর নকশা তৈরি করেন। টুরিঙ সমকামী ছিলেন আর ১৯৫২ সালে তখনকার ব্রিটিশ আইন অনুসারে তিনি এজন্য দোষী সাব্যস্ত হন।

তাকে রাসায়নিকভাবে নিবীর্য করে দেয়া হয়। এর দুবছর পর তিনি সায়ানাইডের বিষক্রিয়ায় মারা যান। তাঁর মৃত্যু আত্মহত্যা না দুর্ঘটনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ২০০৯ সালে ব্রিটিশ সরকার তার এই বিচার এবং শাস্তি নিয়ে ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছে। কম্পিউটার বিজ্ঞানে টুরিঙের বিশাল অবদান কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনে টুরিঙ টেস্ট পরীক্ষার প্রস্তাবনা।

টুরিঙ টেস্টের মাধ্যমে একটি কম্পিউটারকে "বুদ্ধিমান" বলে স্বীকার করার একটি মাপকাঠি নির্ধারণ করা হয়। একটি কম্পিউটারের সাথে কথা বলার সময় যদি একজন মানুষ কম্পিউটারটিকে একজন মানুষ থেকে আলাদা করে বুঝতে না পারেন তবেই কম্পিউটারটিকে "বুদ্ধিমান" বলে স্বীকার করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার অগ্রগতিতে টুরিঙ টেস্ট এখনো অত্যন্ত গুরূত্বপূর্ণ অবদান বলে স্বীকৃত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।