মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশ যেন আর জঙ্গিবাদী-সন্ত্রাসী-লুটেরাদের দেশ না হয় সেজন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে আগামী নির্বাচনে বিএনপি ১০ আসন পায় কি না—বলে আশঙ্কা প্রকাশ করেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের আগে একজন (বেগম জিয়া) বলেছিলেন আওয়ামী লীগ না কি ৩০টি আসনও পাবে না। প্রধানমন্ত্রী কেন, আমি বিরোধী দলীয় নেতাও না কি হতে পারব না।
কিন্তু আল্লাহর কী রহমত যিনি একথা বলেছিলেন গত নির্বাচনে তার দলই পেয়েছে ৩০টি আসন। এবারও বলছেন আওয়ামী লীগ না কি ১০টি আসনও পাবে না। আল্লাহই জানেন এবারও তার (খালেদা জিয়া) কথা নিজ দলের জন্য প্রযোজ্য হয় কি না। কারণ ক্ষমতা দেয়া বা নেয়ার মালিক একমাত্র রাব্বুল আলামীন।
এইখানে
শেখ হাসিনার বর্তমান শাসনামলকে মুঘল শাসন কর্তা শায়েস্তা খাঁর জমানার সঙ্গে তুলনা করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির।
বললেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে কোনো খাদ্য ঘাটতি থাকে না। বাংলাদেশের মানুষ এখন আর কেউ না খেয়ে থাকে না। ঢাকার একজন রিকশাওয়ালা একদিনের আয় দিয়ে একমণ ধান কিনতে পারে। এটা যেন শায়েস্তা খানের আমলের কাছাকাছি চলে এসেছে। আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব।
লিন্ক এইখানে
পইড়্যা হাসমু না কানমু ঠিক বুইঝ্যা উঠবার পারতাছি না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।