আমাদের কথা খুঁজে নিন

   

এই মেয়েটা আমার জন্য মরেই যাবে

কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয় এই মেয়েটা আমার জন্য মরেই যাবে একটু যদি কল হাতুড়ির জীবন কাটাই এই মেয়েটা চুলোয় দেবে জীবনটাকে তোমাকে তাই আদর করে ডাকবো কখন আমার কিযে হয়েছে তা দুপুর থেকে বৃষ্টিতে থৈ ভিজে গেছে প্রাণের ঘুড়ি আবার যখন জাগতে হবে সকাল বেলা অহরাত্রির স্বপ্ন নিয়ে গান ফুরাবো ডেকেই যদি সূর্যমুখি সাড়া না পাই? তোকে ছাড়া আকাশ পাতাল ভাবতে হলে! চোখের দৃশ্য এমন করে খুলবোনা আর মাটির দূরে আকাশ পেতে ঘুমিয়ে যাব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।