আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি সুখি হবো

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম নাহ আর কোন কষ্ট নয় সুখ চাই.........একটি সাদা ধবধবে সুখ জোৎস্নার আলোমাখা সুখ নয় একটি স্বচ্ছ আকাশ সুখ চাই। এক হাতে ধুঁয়া ওঠা কফির মগ আর অন্য হাত নির্ভরতার হাতে রেখে কোন ন্যাকা ন্যাকা প্রেমের গান আর শত স্বপ্নে বিভোর চোখ তারপর............ হাস্যকর ভালবাসার মিছে আবেগে হারিয়ে যাওয়া। যা কিছুই হোক আজ আর কষ্টের কথা নয় আজ সুখের গান গাইবো পাশে পরে থাকবে মৃত অতৃপ্ত আত্মারা ক্ষুধার্ত শিশু তার সমস্ত ক্ষুধা নিয়ে চেয়ে থাকবে....থাক ছানিপড়া চোখে আগুন জ্বলবে......জ্বলুক আজ আমি সুখের কথা বলবো আজ আড়াল হবে যত অনাকাঙ্ক্ষিত বিষ আজ আমি সুখের কথা বলবো আজ আমি সুখি হবো।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।