কম্প্রমাইজ প্রথম ধাপ দুর্নীতির। তাই নো কম্প্রমাইজ। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই। আজন্ম যোদ্ধা সংসপ্তক আমি।
আমাদের টাকায় যে বাজেট প্রণীত হয় তাতে আমাদের মতামতের প্রতিফলন থাকে না।
আমাদের উন্নয়ন পরিকল্পনার চাবি আমাদের হাতে থাকা জরুরি। ঢাকায় বসে আমাদের কি প্রয়োজন তা নিরুপন করা সম্ভব নয়। সে কারণে আগামী বছর থেকে জেলা বাজেট প্রণয়ন করতে হবে।
দেশের উন্নযন প্রক্রিয়াতে তৃণমূলের মানুষের অংশ গ্রহণের জন্য জেলা বাজেট প্রনয়নের দাবিতে গনতান্ত্রিক বাজেট আন্দোলন রাজশাহী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানব বন্ধন এবং সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আজ শনিবার রাজশাহী আলুপট্টি মোড়ে মানব বন্ধন এবং প্রধানমন্ত্রীর কাছে ডাক যোগে অভিমানপত্র প্রেরণ করা হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য এবং সোনারদেশের নির্বাহী সম্পাদক হাসান মিল্লাত। বক্তব্য রাখেন দৈনিক সানশাইন সম্পাদক তসিকুল ইসলাম বকুল, নাগরিকনেতা ডা. এফএমএ জাহিদ, নিষ্কৃতি পরিচালক এসকেএল মোহাম্মদ লালন, দৈনিক বনিকবার্তার ব্যুরো প্রধান মেহেরুল হাসান সুজন, তারুণ্যের ফোরাম নেতা রুহুল আমিন এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য রাশেদ রিপন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।