বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব! অনেকেরই অভিযোগ ব্লগে আগের মতন ভাল লিখা নেই তেমন বা কম । কথা টা মিথ্যা নয় আবার পুরোপুরি সত্যি ও নয় । আমার পর্যবেক্ষণে আমি বলব আগের চেয়ে এখন আর ও বৈচিত্রপূর্ণ লিখা আমরা ব্লগে দেখতে পাই । আগের চেয়ে অধিক সংখ্যক ব্লগার এখন ব্লগে সক্রিয় ।
সমস্যা যেটা হয় অধিক সংখ্যক পোষ্ট হওয়ার কারনে কোন পোষ্টই প্রথম পাতায় বেশিক্ষণ থাকে না । তাই অনেক ভাল লিখাও অনেক সময় নজর এড়িয়ে যায় । সেই সাথে ব্লগার ও ! আরেকটি কথাও বিবেচ্য । ভাল পোষ্ট পড়ার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত ? এখন যে কোন ভাল পোস্টের চেয়ে জাইঙ্গা বা ব্রা নিয়ে পোস্ট দিলে আর ও বেশি সাড়া পাওয়া যায় আরেকটি জিনিস স ও লক্ষণীয় । একই ধরণের পোষ্ট একজন আলোচিত ব্লগার দিলে যে হিট পাওয়া যায় একই ধরনের পোস্ট অন্য একজন অল্প পরিচিত ব্লগার দিলে সে হিট পাওয়া যায় না ।
অনুমান করছি এ জন্য হয়ত অনুসারিত ব্লগ দায়ী !!
যাই হোক আজ এমন একজনের কথা বলছি যিনি ব্লগে একটু কম আলোচিত । তিনি ব্লগার তৌফিক তুহিন । নানা কারনে তার ব্লগ আমার দৃষ্টি কেড়েছে । পুরো বাংলা ব্লগে বাংলাদেশের শ্রেষ্ঠ শিকারি পচাব্দি গাজিকে নিয়ে একমাত্র তিনিই লিখেছেন । পচাব্দী গাজীঃ সুন্দরবন ও এশিয়ার শ্রেস্ট শিকারী।
তেমনি আরেকটা ইউনিক পোষ্ট হচ্ছে ১৯৭৬ সালের ১৬ই মে ফারাক্কা লং মার্চের দিনটি রাজশাহী থেকে(সাংবাদিক মোনাজাতউদ্দিনের বর্ননা থেকে) আমার ভুল না হয়ে থাকলে ঐদিন ফারাক্কা দিবস নিয়ে পোষ্ট একমাত্র উনিই লিখেছেন । ( এটা বলার কারণ ঐদিন সামুতে আমি ফারাক্কা দিবস বিষয়ক পোষ্ট খুজছিলাম একমাত্র শুধু উনার পোস্ট টাই খুজে পেয়েছি । ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী ) । এছাড়া সেফ হওয়ার আগেই তিনি প্রায় অর্ধশত পোষ্ট লিখেছেন । ( ৪৭ টি ) ।
জানিনা অন্য কেউ তা করেছে কিনা । না হয়ে থাকলে এটাও সামুর একটা রেকর্ড । প্রথম ৪ মাসে তার পোস্ট সংখ্যা ৯০ !!
গল্প , প্রাণিজগৎ , ইতিহাস , ভ্রমণ , সাহিত্য তার প্রিয় বিষয় । তার অধিকাংশ পোস্ট ও এ বিষয়গুলাকে কেন্দ্র করে । তার প্রানিবিষয়ক পোস্টগুলা অত্যন্ত সুন্দর ।
এখানেও তিনি সচেতনতার পরিচয় রেখেছেন । কিছু পোস্টে বাংলাদেশের দুর্লভ বা বিলুপ্তপ্রায় প্রানিগুলাকে তিনি তার পোস্টে তুলে ধরেছেন । যেমন -
বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছঃবাঘাড় ও মহাশোল,চিতল,কালোবাউস। (ছবি ব্লগ)
শঙ্খচূড়,দাঁড়াশ,চন্দ্রঁবোড়া এরা দেখতে কেমন?
তক্ষক সমাচার।
পাবত্য অঞ্চলের গয়াল,বুনোমোষ,নিলগাইয়ের কিছু ছবি
বিলুপ্ত হওয়ার পথে যেসব প্রানিঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদোড়(ছবি ব্লগ)
তার আরেকটি ব্যাপার ভাল লাগে ।
তার ব্লগের ছবিগুলা খুব সচ্ছ ও সুন্দর । যেমন - একটি ফড়িং ব্লগ । আজম চৌধুরীর এন্টার্কটিকা অভিযানের ডায়েরী। (১ম-পর্ব)
তার ইতিহাস বিষয়ক পোস্ট গুলাও ভাল লাগে । যেমন - ইভান পানফিলোভঃসোভিয়েত ইউনিয়নের বীররক্ষক।
আসলে তৌফিক তুহিন এমন একজন ব্লগার যার ব্লগ হতে অনেক কিছু শিখা ও জানা যায় । আমি আশা করব তিনি তার লিখা অব্যাহত রাখবেন ।
তৌফিক তুহিন এর ওয়ালে লিখা - ''আমার ব্লগ হবে গঠনমুলক ও সুশীল। ''
হ্যাঁ - তিনি তার কথা রেখেছেন ।
তৌফিকতুহিন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।