আমাদের কথা খুঁজে নিন

   

বড় ধরনের বিপর্যয়ের মুখে পাকিস্তানের রাজনীতি, পিপিপি মনোনীত প্রার্থী বস্ত্রমন্ত্রী মাখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী:

পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রে আবারো শুরু হয়েছে টানাপোড়েন। বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নিতির অভিযোগ পুন:তদন্দের নির্দেশ দেয়ার পরও আদালতের রায় না মানায়, কয়েক বার সতর্ক করার পর সম্প্রতি প্রধানমন্ত্রির পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষনা করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত্। তবে, আদালতের রায়কে সম্মান দেখিয়ে দ্রুতই নতুন প্রার্থীর নাম ঘোষণা করে ক্ষমতাসীন পিপিপি। প্রেসিডেন্টের অনুমতিক্রমে সিদ্ধান্ত হয় শুক্রবার পার্লামেন্টে চূড়ান্ত ঘোষণা দেয়ার।

তার আগেই সরকারী দলের মনোনীত প্রার্থী বস্ত্রমন্ত্রী মাখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত। তার বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। মাখদুমের পাশাপাশি ইউসুফ রাজা গিলানি ও তার ছেলের বিরুদ্ধেও গ্রেফতারী পরোয়ানা জরী করা হয়েছে। আদালতের এ রায়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ালো। ধারনা করা হচ্ছে এই মুহূর্তে সংঘাত এড়িয়ে আরো একজন প্রার্থীর খোঁজে মাঠে নামবে পিপিপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।