আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com হীরার টুকরা সবাই চেনে... সবাই একটা টুকরা পাইতে চায়... কিন্তু অত্যান্ত দামি এই প্রাকৃতিক পাথর খুবই দুসপ্রাপ্য তাই অত্যান্ত্য দামী আমাদের দেশেও এখন নারীরা একটা হীরার আংটি..লকেট, নাকফুল পাইতে চায়...( আমিও বেচারা নাকফুল কিনছি সুন্দরীর লাইগা ) কিন্তু হীরা আর পেন্সিলের ভেতরের গ্রাফাইড যে একই জিনিস তা সুন্দরীদের বুঝাইবো কেঠা? হীরারটুকরা আর গ্রাফাইড(পেন্সিলের ভেতরে ব্যবহার হয়). দুইটাই কা`বন অনু দিয়া গঠিত শুধু দুই এর গঠন আলাদা.. একই জিনিস দুই সাজে আসেন কেমনে কারখানায় হীরা বানায় দেখি>> জেমেসিস নামের কম্পানী কৃত্রিম হীরা তৈরি করে... ছোট্রো হীরার টুকরার সাথে গ্রাফাইড কে রেখে... অতি উচ্চ তাপ এবং চাপে ৪ দিন রেখে দেওয়া হয়... ঐ তাপ আর চাপে গ্রাফাইড গলে.. আস্থে আস্তে হীরার সাথে>> হীরার কা`বনের অনুর সাথে একই ভাবে যুক্ত হয়... তাই আসল প্রাকৃতিক হীরা কেনার সময় খুব সাবধানে কিনতে হইবো... কারন বাজারে এখন নকল হীরার অভাব নাই... আগামী পবে`>> কনডম কেমনে বানায় দেখলে কেমন হয়? আগের ব্লগ>> ০০৩ > কোন মিস্তরি বানাইয়াছে!! >> মিরর মিরর অন দা ওয়াল>> আয়না কিভাবে বানায়!!! Click This Link ০০২ > কোন মিস্তোরি বানাইয়াছে!! >> আসুন দেখি টুথব্রাশ কিভাবে বানায়!!! Click This Link ০০১) কোন মিস্তোরি বানাইয়াছে? _ কাঠ পেন্সিল কিভাবে বানায়? Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।