শুনলাম "দেহরক্ষী" নামে অ্যাকশন-থ্রিলার মুভি নাকি রিলিজ হবে অথবা হয়ে গেছে, ওখানে মারুফ নাকি মিলনকে "রক বটম" মারে। যাকগে, ভাল। কিন্তু সেখানে "রাতের রানী সোহানা" নামের আইটেম গান আছে অশ্লীল প্রকৃতির। এটা ভাল না। রাত অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি রাত না থাকত তবে কী হত? চলেন দেখি... -রাত নাই মানে তারা ভরা রাতের আকাশ নাই -মানুষ কোনদিন তারা দেখে নাই মানে পৃথিবীর বার্ষিক গতির কারণে আকাশে তারাদের আপাত দৃশ্যমান গতিপথ নিয়ে চিন্তা-ভাবনা নাই -তারাদের গতিপথ নিয়ে চিন্তা-ভাবনা নাই মানে কেপলারের সূত্র নাই -কেপলারের সূত্র নাই মানে নিউটনের মহাকর্ষ সূত্র নাই -নিউটনের মহাকর্ষ সূত্র নাই মানে রকেট নাই, স্যাটেলাইট নাই -স্যাটেলাইট নাই মানে ডিশ, ইন্টারনেট, মোবাইল ফোন কিছুই নাই -ইন্টারনেট নাই মানে ব্লগ, ফেইসবুক কিছুই নাই -ফেইসবুক নাই মানে আরিফ ভাইয়ের পোস্ট নাই আমি শ্যাষ! আমি শ্যাষ! অতএব রাতকে সিরিয়াসলি নিতে হবে। এ বিষয়ে আরও উপলব্ধি করতে পড়তে পারেন আইজ্যাক আসিমভ আর রবার্ট সিলভারবর্গের অনবদ্য সায়েন্স ফিকশন "নাইট ফল"। (সন্দেশ প্রকাশনিতে নাজমুছ ছাকিবের করা অনুবাদ পাওয়া যাচ্ছে) আমি আমার কপির সূচীপত্রের উপর লিখে রেখেছি, "রাত ওদের জন্য এক নিদর্শন, এ হতে আমি দিবালোক দূর করি, ফলে তারা অন্ধকারাচ্ছন্নে পড়ে। (সূরা ইয়াসিন, আল-কুরআন)"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।