আমাদের কথা খুঁজে নিন

   

মতি ভাইর প্রথম আলু মেয়েটাকে কোথায় নামাল !

I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous. স্বার্থের জন্য নীতি-আদর্শ বর্জিত পতিত কম্যুরা সবি করতে পারে । এতদিন স্বার্থের জন্য ছোপা কম্যু মতি ভাইরা যাকে হিরোইন বলে দিন রাত প্রচার চালিয়েছে ঠিক একই স্বার্থে আজ তাকে বেশ্যার কাতারেও নামিয়ে এনেছে । লেখাটি পড়ে কেউ মনে করবেন না যে ছোপা কম্যু মতি ভাই টিম চেঞ্জ করছে । ছোপা কম্যু মতি ভাই এই Click This Link লেখাটি প্রকাশ করে একটা ট্রিক্স মারছে আর তাহল তার দৈনিক উঠ পাখির পড়তি বাজারকে উর্ধ্বমূখী করার একটা ঘৃণ্য প্রয়াশ । মতি ভাই তার দৈনিক উট পাখিতে এ জাতীয় চটি সাহিত্য প্রকাশের মধ্য দিয়ে তার দৈনিকটির নতুন নামকরন করেছেন । আর তা হল "মতি ভাইয়ের দৈনিক চটি সমগ্র" । একটু চিন্তা করেন কতটা বিকৃত রুচীবোধ সম্পন্ন হলে মানুষ এজাতীয় রচনা সৃষ্টি ও তার প্রচার করতে পারে ! ছি ! এরাই যদি এমন হয় তবে তাদের অনুসারীরা আসলেই কেমন ! কম্যুরা যে আসলেই দুশ্চরিত্র, নীতিহীন, বিশ্বাস ঘাতক এবং আদর্শচ্যুত হয়ে দালালী, ভাঁড়ামী ও উচ্ছীষ্ট ভোগে লিপ্ত তা হাসানাত আব্দুল হাই এর লেখাটিতে স্পষ্ট ফুটে উঠেছে । যদিও লেখাটিতে রুপক চরিত্র ব্যবহারের প্রয়াস চালানো হয়েছে তথাপি এটি পড়ে কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় চরিত্রটি কোথা থেকে নেয়া হয়েছ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।