আমাদের কথা খুঁজে নিন

   

BBC - The Life of Muhammad

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] জনপ্রিয় সংবাদ সংস্থা বিবিসি-র একটি অত্যন্ত জনপ্রিয় প্রামাণ্যচিত্র The Life of Muhammad । ইসলামের শেষ নবী ও রাসূল মুহাম্মাদ (সা) এর জীবণীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই অসাধারণ প্রামাণ্যচিত্রটি। প্রায় তিন ঘন্টা দীর্ঘ এই প্রামাণ্যচিত্রটি তিনটি পর্বে বিভক্ত, যথাক্রমে The Seeker, Holy Wars, Holy Peace ।

এটি উপাস্থাপনা করেছেন বিবিসি ও আলজাজিরার সুপরিচিত সাংবাদিক রাগেহ ওমর। প্রামাণ্যচিত্রটির একটি উল্লেখযোগ্য দিক হলো রাসূলুল্লাহ্ -র স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান এখানে তুলে ধরা হয়েছে। এখানে যেমন র‌য়েছে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মুল্যবান মন্তব্য, তেমনি রয়েছে সমালোচকদের সমালোচনা। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী থেকেই এটি নির্মাণ করা হয়েছে। রাসূলের জীবণে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা চমৎকার ভাবে ব্যাখ্যাও করা হয়েছে এখানে।

১ম পর্বে তুলে ধরা হয় রাসূলের জন্মবৃত্তান্ত, তৎকালীন আরবের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা। খাদীজা (রা) -এর সাথে রাসূলের বিয়ে এবং তার প্রথম ওহী নাজিলের ঘটনা। তুলে ধরা হয় রাসূলের উপর কুরাঈশদের নির্মম অত্যাচারের ঘটনা। ২য় পর্বে তুলে ধরা হয়, রাসূলের জীবণে ঘটে যাওয়া আলৌকিক মিরাজের ঘটনা, মক্কা থেকে মদীনায় হিজরতের ঘটনা, মদীনার সনদ, মদীনার ইয়াহুদীদের সাথে তাঁর সম্পর্ক ও কুরাঈশদের সাথে সংঘটিত বিভিন্ন যুদ্ধের ঘটনা। ৩য় পর্বে তুলে ধরা হয়, হুদাইবিয়ার সন্ধি, রাসূলের বহুবিবাহের কারণ, বিনা রক্তপাতে মক্কা বিজয়, ইসলামী শরিয়াহ এবং সবশেষে তাঁর বিদায় হজ্জ্বের ভাষণ, তাঁর কৃতিত্ব ও মানব সভ্যতার ইতিহাসে তাঁর অবদান।

বিঃ দ্রঃ আমি প্রিয় পাঠকদের অনুরোধ করবো ধৈর্য্য ধরে উপরোল্লিখিত ইউটিউবের লিন্কগুলো থেকে ভিডিওগুলো ডাউনলোড করে দেখার জন্য। কপিরাইট ইস্যুর কারণে আরো কয়েকজন ইউজারের আপলোড করা ভিডিও গুলো সরিয়ে ফেলা হয়েছে। এত চমৎকার একটি প্রামাণ্যচিত্র আমাদের সবারই সংগ্রহে থাকা উচিৎ। তথ্যসূত্রঃ http://www.bbc.co.uk/programmes/b012mkh7/episodes/guide http://www.bbc.co.uk/programmes/b012mkh7  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।