ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... আমরা আলোচনা করতেছি বাক্যে যদি দুইটা ক্রিয়াপদ থাকে তখন কেমনে ইংলিশ ট্রান্সলেশন করমু।
---------------------
নিয়ম # ১:
---------------------
---------------------
নিয়ম # ২:
---------------------
---------------------
নিয়ম # ৩:
---------------------
একটি কাজের মধ্যে আরেকটি কাজ চলছে - এরুপ বুঝাইলে
১) যেই কাজটা করা অবস্থায় আরেকটা কাজ ঢুইকা গেল সেই কাজটা বাইর করতে হইব পরথমে।
২) তারপর সেই কাজটার পূর্বে While, তারপরে কাজটার ক্রিয়া পদের সাথে ing যুক্ত করতে হইব।
৩) তারপরে কমা ( , )
৪) তারপরে অপর কাজটা।
যেমন: যখন আমি পড়ছিলাম তখন আমি আমার বন্ধুকে ফোন করলাম।
১) এখন নিয়ম অনুসারে যেই কাজটা করা অবস্থায় আরেকটা কাজ ঢুইকা গেল সেই কাজটা বাইর করি। - যখন আমি পড়ছিলাম।
২) সেই কাজটার পূর্বে While বসাই।
এরপর ক্রিয়াপদের সাথে ing যুক্ত করি। read --> reading
তাইলে পুরাটা কি হইল? While reading
৩) কমা(,) - While reading,
৪) অপর কাজটি।
- আমি আমার বন্ধুকে ফোন করলাম। - simple past sense। - I phoned my friend
তাইলে পুরা sentence টা হইল - While reading, I phoned my friend.
এহন নিচেরটা নিজে করেনতো দেখি:
রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি তোমার বাবাকে দেখলাম।
---------------------
নিয়ম #৪:
---------------------
বাক্যে দুইটি ক্রিয়াপদ। কখনও কখনও to + verb(base form) - এই structure এ ট্রান্সলেট করা হয়।
---------------------------------------------------------------------------------
এই ব্লগডা কিন্তু একটা সিকুয়্যেল ব্লগ। আগেরগুলা পইড়া আসা একান্তভাবে কাম্য।
আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ
---------------------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।