আমাদের কথা খুঁজে নিন

   

।। স্নানঘর ।।

বাঙলা কবিতা ।। স্নানঘর ।। ________ কতো কিছুই তো সম্ভব! সামান্য একটা স্নানঘর সম্রাট আকবর করে দিতে পারতো আমাকে বাসগৃহের তিন ভাগের দুইভাগ মাপের সেই স্নানঘরে অবারিত দুয়ার পেরিয়ে দিনে অন্তত কয়েকটি মুহূর্তের জন্য নিজেকে আমি সম্রাট ভাবতে পারতাম এর বাইরে, জগত-সংসারের সর্বত্র বন্ধুদের উজ্জ্বল সভায়, ফেসবুকের পৃষ্ঠাজুড়ে, দেশবরেণ্য কবিদের কাব্যোৎসবের পাশে মডেল কন্যাদের খলবলিয়ে ওঠা আহ্লাদের অন্ধকারে খুব জমকালো বিবাহভোজের প্লেটের এক পাশে একটা ভিখারীর মত সবিনয় ব'সে থাকাটাই আমার কর্তব্য। অথচ এই স্নানঘরের ক্ষুদ্রত্বই নিজগৃহে, আমাকে দরিদ্র বানিয়ে রাখে! ------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।