♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম ১. কাঁটাতারে ঝুলে থাকা কিশোরির লাশ ভোগের তান্ডবে ঘুড়ে নগ্ননারীর বাস এই করে কাটে দিন কাটে বার মাস ২. পথেয় ধূলোয় গড়াগড়ি খায় ভিক্ষুকের দল দিনে আনা দিনে শেষ শূণ্যতা সম্বল তব্ওু ওরা টিকে থাকে হতভাগার দল ৩. দেশত্যাগী, দেশের তরে কতো দেশ প্রেম! প্রবাসীর গায়ে থাকে স্বপ্নীল ফ্রেম বাংলার ছেলের ভিনভাষা প্রীতি ৪. ঘুষ, ক্ষমতা, অপব্যাবহার আর রাজনীতি দশে মিলে দেশ লুটে করে কুকীর্তি তবু আছি থাকব, হবো অমর কৃর্তি ৫. তেলবাজী, জয়গান আর অপমান মিথ্যের ছড়াছড়ি তবুও সম্মান মান যায় যাক তবুও বাচুঁক এই প্রান ৬. প্রেম, ফ্রেম ভালোবাসা, ফন্দি আর ভেজাল কালো ধোয়া আর নগ্নতায় এই আকাশটাও বেহাল ৭. কঠিন পথের কঞ্চি হয়ে কাটবো শুধু ঘাস সহজের সারল্যরা লিখে যাবে বারোমাস কঠিনের শব্দ ভান্ডারে তাড়া করবে হাসফাস ???????????????????????????????????????????????????????????????????? ......................................................................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।