I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE আজ থেকে ঠিক এক বছর আগের কথা। সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রওনা দিয়েছিলাম ভর্তির উদ্দেশ্যে। পথিমধ্যেই নেমেছিল তুমুল বৃষ্টি। সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও পরোয়া না করে রওনা দিয়েছিলাম। মানসিক অবস্থাই কিছুটা এমন ছিল যে মেঘ-বৃষ্টিকে পরোয়া করার মতো মুড ছিল না।
মনে হয় সেদিনই ছিল তোমার শেষ ফোন। না, এরপর তুমি আর কখনো ফোন দাওনি এমনটা নয়। বরং, তুমি এরপর থেকেই আমাদের সম্পর্কের ব্যাপারে না বলতে শুরু করো। এর আগের টানা কয়েকদিন তুমি ঢাকার বাইরে থাকার কারণে কথা বলতে পারোনি। আমিও আমার ফোন বন্ধ করে রেখেছিলাম খুব ছোট একটা কারণে রাগ করে।
হ্যাঁ, কারণটা ছোট হতে পারে, কিন্তু সেটাই আমাকে খুব কষ্ট দিয়েছিল। ভাবলে একটু অবাকই লাগে যে সেই ঘটনাটা ঘটেছিল এই সামহোয়্যার ইন ব্লগেই।
যাই হোক, তুমি ফোন দিয়েছিলে। জিজ্ঞেস করছিলে আমি কোথায়, কী করছি। আমি জবাব দিয়েছিলাম, বাইরে।
আর কিছু বলার খুঁজে পাচ্ছিলাম না। ঠিক সেই মূহুর্তটায় তোমার উপর আমার কোনো রাগ ছিল না জানো? আজ এক বছর পরে সংজ্ঞায়িত করতে পারছি সেই মূহুর্তের আমার অনুভূতিটা। তখন তোমার প্রতি আমার ছিল এক চাপা অভিমান। যার কারণে ইচ্ছে করেই আমি আর কথা বলছিলাম না।
তুমি ফোন রেখে দিয়েছিলে।
হয়তো খুব কষ্টও পেয়েছিলে। আমিও কষ্ট পেয়েছিলাম। কিন্তু মানুষ যখন অভিমান করে, তখন নিজেও কষ্ট পেয়েই অন্যকে কষ্ট দেয়। তবে তাই বলে যার প্রতি অভিমান করে সে তাকে ছেড়ে সবসময়ের জন্য ছেড়ে চলে যাবে এমন চিন্তাও তার মাথায় আসার কথা না।
আসেনি আমার মাথায়ও।
মানুষ আপন কাউকেই কষ্ট দেয়। ইচ্ছে করে হোক আর অনিচ্ছায় হোক। স্বীকার করছি, সেদিনের সেই কষ্ট দেয়াটা ইচ্ছেকৃত ছিল। কিন্তু তার জন্য যে এতোবড় অভিশাপ নেমে আসবে আমার জীবনে তা আমি আন্দাজ করতেও ব্যর্থ হয়েছিলাম।
আজ ঠিক এক বছর পর আকাশ ঠিক তেমনই মেঘলা।
এক বছর আগে যেখানে গিয়েছিলাম, সেখানে আজও আরেকদল ছেলেমেয়ের ভর্তির ব্যস্ততা। হয়তো তাদের মাঝেও কারো না কারো এমন কোনো স্মৃতি রয়েছে, যা আজ থেকে এক বছর পর তাদের মনে করাবে, কাঁদাবে। ঠিক যেমনটা আজ তোমাকে খুব মনে পড়ছে। মনে পড়ছে তোমার মন খারাপ করা কণ্ঠের কথা।
'কোথায় তুমি?' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।