আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে বালি পরিবহন ট্রাকে বেপোরোয়া চাঁদাবাজী চলছে।

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে বালি পরিবহন ট্রাকে বেপোরোয়া চাঁদাবাজী চলছে। একটি শ্রমিক সংগঠনের ব্যানারে কয়েকজন ড্রাইভার রাত-দিন বালু বোঝাই ট্রাক থেকে আদায় করছে ১’শ ২৫ টাকা করে। অপর দিকে ভেড়ামারার ট্রাকগুলো অন্যজেলায় প্রবেশ করলে দিতে হচ্ছে এর খেসারত। এ ঘটনায় ফুঁসে উঠেছে মালিক-শ্রমিক সংগঠনের একটি অংশ।

তারা অতি সত্ত্বর অবৈধ চাঁদাবাজদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করার জন্য কুষ্টিয়া পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে। ড্রাইভার এবং ট্রাক মালিকরা জানিয়েছেন, ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের রানাখড়িয়ার জ্যোতি ফিলিং ষ্টেশনের সামনের মহাসড়কে দাঁড়িয়ে চাঁদাবাজ চক্রটি এ টাকা আদায় করছে। এখানে টাকা উত্তোলন করলে ভেড়ামারা অঞ্চলের ফেরীঘাট বালুমহল, রায়টা ঘাট বালু মহল, মসলেমপুর বালু ঘাট, তালবাড়িয়া বালুঘাট এবং রানাখড়িয়া বালু ঘাট থেকে বালু বোঝাইকরা সব ট্রাক থেকেই চাঁদা উত্তোলন করা যায়। এ জন্য শ্রমিক সংগঠনটি ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের রানাখড়িয়ার জ্যোতি ফিলিং ষ্টেশনকে বেঁছে নিয়েছে। এখানে দাঁড়িয়েই ঐ চক্রটি প্রতিদিন প্রায় ৪’শ- ৫’শ বালি ভর্তি ট্রাক থেকে আদায় করছে লক্ষ লক্ষ টাকা।

যশোর থেকে আসা ট্রাক ড্রইভার আব্দুল হালিম জানিয়েছেন, ভেড়ামারার ৫টি ঘাট’র যে ঘাট থেকেই বালু বোঝাই করিনা কেন জ্যোতি ফিলিং ষ্টেশনের কাছে এসে দিতে হচ্ছে ১’শ ২৫ টাকা করে চাঁদা। প্রতিদিন প্রায় স্থানীয় চালকরা থাকছে এর আওতামুক্ত। বহিরাগত ট্রাক হতে আদায় করা হচ্ছে ১শ ২৫ টাকা করে। প্রতিদিন প্রায় ৪’শ- ৫’শ বালি ভর্তি ট্রাক থেকে এ টাকা আদায় করা হচ্ছে। ট্রাক মালিক জাহিদুল ইসলাম লাভলু জানান, শ্রমিক সংগঠনের নামে একটি চাঁদাবাজ চক্র এই অবৈধ চাঁদা আদায় করে চলেছে।

এদের হাতে জিম্মি হয়ে পড়েছে এতদাঞ্চলে চলাচলকারী বালি পরিবহন ট্রাকগুলো। তাদের কাজের খেসারত দিতে হচ্ছে আমাদের এলাকার বালি পরিবহনকারী ট্রাকগুলোকে। আমাদের ট্রাক ফরিদপুর, রাজবাড়ী, যশোর, খুলনাসহ অন্য জেলায় গেলে বদলা হিসেবে তারা ভেড়ামারার ট্রাক পেলেই ১ হাজার থেকে ১২শ’ টাকা আদায় করছে। এর খেসারত দিতে হচ্ছে ট্রাক মালিকদের। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।