ভালো মানুষ হতে চাই"-উত্তরটা এমনি ছিল। ছোট্ট একটা মুখ থেকে এমন উত্তর পেয়ে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করালাম,কীসের পেছনে ছুটছি এতো!! মানসশৈত্যজবিভবলব্ধতাড়নাপ্রসূতজান্তবপ্রবৃত্তিহেতু এক নিঃস্বপ্ননিদ্রাভিলাষী লাল পাড় হলুদ শাড়ি পড়ে যেন কৃষ্ণচুড়া গাছগুলো খুকি সেজে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। -কেন সাজলি রে এত সুন্দর করে!! কোথায় যাবি? আমাকে নিবি তোদের সাথে?
- এই ঐখানে কি করছিস। যা খেলতে যা। কবি হইছিস কবি।
গাছের সামনে দাড়িয়ে বিড়বিড় করিস কেন? যা দৌড়া নইলে পাছার ছাল তুলে দিব। যা বলছি...আমাদের পিটির স্যার কথায় কথায় পাছার ছাল তুলতে চায়, কিন্তু কখনও আমাদের কেউকে মেরেছে কি না জানা নাই।
মারের ভয়েই দৌড় দিলাম এমন একটা ভাব নিলাম। । হা হা।
। বিকেলের রোদ ঢলে পড়েছে, আমি ফুটবল খেলতে পারিনা, তবুও খেলতেই হবে।
হোস্টেলের জীবন ৪ বছর চলছে। এখানকার সব কিছুই আপন হয়ে গেছে। গাছগুলো আমার সাথে কথা বলে, পাখিরা গান শুনায়, বাতাসের গন্ধে বুঝতে পারি কখন ঝড় হবে।
‘ ঘাস বেলুন তোমাতে উড়াবে আমাকে,
আমি বুকে শুয়ে আকাশ ছোব,
আর কিছু মেঘ তোমায় দিব,
তুমি শিশির ছোয়ায় বর্ষা নামাবে...’ (-নাসিফ)
লাইট অফ, লাইট অফ ঘুমাও সবাই ঘুমাও...ওয়ার্ড বয় চেচাচ্ছে। ও একটা গোপন খবর, আমাদের ওয়ার্ড বয় বিনয় দা গত সপ্তায় _____ ম্যাডামের সাথে ধাক্কা খেয়েছে, তারপর থেকে তার গাজা খাওয়া বেড়েছে। সে ভীষন উদাসিন ভাব নিয়ে আমদের বলে- বুঝলা মিয়ারা আল্লাহপাক কেনই পিথথিবি (পৃথিবী) বানিলো, কেনই বা মানুষ করল, পক্ষী হইতাম তাইলে উইড়া বেরাইতে পারতাম, ঠিক কিনা কও….আমরা মুচকি হাসি। সে এক আজিব চিজ।
কাল আমাদের parents day।
বন্ধুরা সবাই খুব খুশি, কিন্তু......
ঢং ঢং ঘন্টা বাজছে। উঠতে হবে, আজকে দেরিতে ঘুম থেকে উঠলেও কেউ কিছু বলবেনা, কারন পিটি হবেনা।
-এই উঠ ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে উঠ.....পাপন নতুন নতুন হুযুর হইছে। ওর গুতো গুতিতে আমরা কয়জন নিয়মিতই নামাজ পড়ি।
বেলা ১০টা থেকেই অভিভাবকরা আসতে শুরু করল।
-পিয়ম এই পিয়ম।
-জি বিনু দা।
-এই নাও তোমার পার্সেল আসিছে।
পার্সেলের ভিতর কি আমি জানি। প্রতিবারের মতই অনেক গুলো বিদেশি চকলেট আর একটা কার্ড।
‘আমার মিষ্টি ছানা, তোমাকে অনেক আদর...ইতি মামনি। ’
আমি কাউকে বলব না আমার কষ্ট হচ্ছে, কাউকে প্রশ্ন করবোনা চিঠির মানুষটা কেন কাছে এসে আদর করে না, কাউকে জানাবো না তাকে ছুয়ে দেখতে আমার খুব ইচ্ছে করে, আর কাউকে দেখাবোনা আমার চোখের পানি।
-বাবাই এই বাবাই তুমি কাদছ কেন? আমি কি তোমার সাথে একটু কাদব।
-না মা কই কাদছি নাতো।
আমি মিথ্যে বেশিক্ষন ধরে রাখতে পারলাম নাহ।
-আহা বাবা মেয়ে দুজনেই কাদছে তবে আমি বাকী রবো কেন? আসেন আমার বুকে আসেন একটু আদর করে দেই।
............
তার মাকে আমি বাবুই বলে ডাকি,তাই সে আমাকে বাবাই ডাকবেই এবং তাকে ডাকতে হবে মামাই বলে। হা হা হা । আজ আমি সুখী,বড়ই সুখী।
...............
উৎসর্গঃ
ছেলে বেলাতেই যাদের বাবা মা কোন অজানা কারনে বোর্ডিং স্কুল বা আবাসিক স্কুলে দিয়েছে, তাদের বলছি মন খারাপ করার কি আছে, প্রকৃতির বন্ধু হবার সুযোগ কয়জন পায়।
-(নাসিফ_ নীরব) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।