রাত জাগা তাঁরা MRP (Machine Readable Passport) এর নিয়মাবলীতে দেখলাম পাসপোর্ট করতে হলে MD. এর স্থলে MOHAMMAD লেখা বাঞ্ছনীয়। এর মানে কি? আমার জাতীয় পরিচয় পত্র সহ অন্যান্য ডকুমেন্ট এ আমার নাম এর প্রথম অংশে MD. আছে। এখন কি MD. দেওয়া যাবে (কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্যা হতে পারে এরকম নাকি দেওয়া যাবেই না) আর যদি পুরা MOHAMMAD দিতেই হয় তাহলে সেটাও কোন সমস্যা হবে কিনা। কারও জানা থাকলে মন্তব্য আশা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।