আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ছোট কাব্য

[১] কবিতা লিখতে গিয়ে হয় ছাইপাশ ট্যাগ পাব মন্দ লেখার দাস; শব্দের খেলায় হেরে গেলাম কবি আমি নাই বা হলাম। [২] সামনে থাকলে বুঝবে না কোন কিছুর মূল্য হারিয়ে গেলে কারও সাথে করবে না তুল্য; আমি যে জন্মেছি পরার্থে সুযোগ পেয়েও চলিনি আপন স্বার্থে। [৩] টিকেট কেটে আনব আমি ছুটি দিবেন আমায় অর্ন্তযামী; হয়ত পাব সিট স্বর্গীয় মহলে নয়তো পথ ভুলে যাব নরকীয় জঙ্গলে। [৪] স্বপ্নের দেশে তোমায় দেখি ইচ্ছে করে তোমাকে নিয়ে কিছু লেখি। পাবে যখন নতুন দিনের আলো দেখবে তখন সব হয়ে যাবে ভালো। [৫] দুঃখ হোক সুখের বাতি মুছে যাক অন্ধকার রাতি। দুঃখকে যদি করা যায় আপন তবেই পাওয়া যাবে সুখের জীবন। [৬] দাও এবার আমাকে বিদায় আরেক জনমে করব তোমার মন আদায়; যাব রেখে অসম্পূর্ণ স্মৃতি হয়ত এভাবে হবে আমার ইতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।