আমাদের কথা খুঁজে নিন

   

ll--তারাদের জন্য অপেক্ষা--ll

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। আমি জানি,হারিয়ে যাওয়া তারাদের সাথে অভিমান করতে নেই, রাত শেষে তারা এমনিই ডুবে যেতো। আমি জানি, জোছনাভাসা উষ্ণ রাত্রিতে তারা করেছিলো রাগ এইসব দিনগুলোর পৃথিবীর সাথে, রাত্রি যায়-পৌনঃপুনিকতায় ঘুরে ফিরে রাত্রি আসে, মিটিমিটি জ্বলে যাওয়া সেই পুরনো ছোট তারাগুলি তবু আজ চলে গেছে- কোন এক বিরাট ফিনিক্স পাখি এসে তার মৃত ডানা মেলে নিস্তব্ধ আকাশকে ঢেকে দিয়ে আছে। হারিয়ে যাওয়া তারাদের সাথে কখনো অভিমান করতে নেই তাইতো, শুশ্রুমণ্ডিত বৃদ্ধ আজও অপেক্ষা করে পুরনো রাত্রির একটি দুটি তারা গুনে, অজস্র নিভে যাওয়া তারার ভিড়ে চেনা সাদা-ছোট প্রানগুলো খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে বালুঘড়ি ভুলে ঘুমিয়ে পড়ে। তারাদের দেখার কথা ছিলো আরও অনেক কিছু একটি বা দুটি তারা দেখতে আসেনি কোনদিন ঘাসবালকের চন্দ্রস্নান, গহীন অরণ্যের অপেক্ষা তাদের গল্প শোনাবার- হয়নি পুরন, ওরা চলে গেছে, শুকনো পাতার উপর আজ জমে আছে শীর্ণ জীর্ণ প্রজাপতিটার দীর্ঘশ্বাস। হারিয়ে যাওয়া তারাদের মন উঠে গেছে পুরনো পৃথিবীর থেকে, তাইতো তারা আর আসেনা এখানে, তবুও রাত্রিপেঁচা আর মরু গিরগিটি অপেক্ষা করে প্রাচীন শুশ্রুমণ্ডিত বৃদ্ধের মতো। নিশ্চুপ আকাশ আজ একা পড়ে আছে কালো এবং বিনিদ্র- মনের ভুলে একটি বা দুটি চেনা তারা হঠাৎ করে যদি বা চলে আসে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।