আমাদের কথা খুঁজে নিন

   

থু্‌ থু দিলেন কেন ? (ধুমপায়ী ভাই-বোনেরা প্লিজ হুলিয়া জারী কইরেন না)

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। কান্ড টা ঘঠাইয়া আমি নিজেই ঠাসকি খাইলাম ।

মাথায় হাজারটা দুষ্টামী গিজগিজ করলেও বাবার কড়া শাষন আর পিটনার ভয়ে বাস্তবে রূপ দিতে পারিনাই খুব বেশি । আজ যেইটা করছি ঠিক হুসে করছি না বেহুসে করছি বুঝতাছি না । বিড়ি জিনিস টা আমি দুই চোখেও দেখতে পারি না । কাহিনী এই বিড়ি লইয়া । সকালে গেছিলাম মহাখালি ।

আসার পথে ৩ নাম্বর বাসে বসছি লাস্টের সিটে । এক ৩০-৩৫ বছরের বেটা বসছে আমার সামনের সিটে । খুব আয়েস করে বিড়ি টানতাছিল । টানবি টান , মানা তো করি নাই , যত পারিস টা কিন্তু হারামী বেটা ধুয়া টা আমার উপর ছাড়বি কেন ? তুই তোর লাংস (ফুসফুস) পচাঁবি, পচাঁগা , আমার টা কেন পচাঁইতে আসিস ? দুই বার মানা করছি । শুনে নাই ।

রাগ পাও থিইক্কা এক ফালে মাথায় কখন উঠছে টের পাই নাই । মুখে যত থুথু ছিল মারলাম বেটার গায়ে । বেটা প্রথমে বুঝেনাই । একটু পরে বুঝছে যে আমি তারে থুথু মারছি তখন তো পারলে আমারে এই মারে তো সেই মারে । মাইর খাওয়ার ভয়ে আমার হুস ফিরে আইছে ততকক্ষনে ।

কইলাম , "ভাই কয়বার কইলাম আপনারে বিড়ি ফালাইতে ? আপনে আমার উপরে ধুয়া ছাইরাই যাইতাছেন । আমার থুথু আপনার শার্টে লাগছে কিন্তু আপনার বিড়ির ধুয়া আমার ফুসফুসে জাইতাছে । রাগ দেখান কারে ?" বাসের পাবলিক হাসতে হাসতে আমাকে সাপর্ট করলো । আমিও বিনা মাইর খাইয়া ঘরের ছেলে ঘরে ফিরলাম । ভাই , ভুল কিছু করছি ?: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।