আমাদের কথা খুঁজে নিন

   

মীর কাশেম আলীকে গ্রেপ্তারের নির্দেশ

জামায়াতের ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ আদেশ দেন। মীর কাশেম আলীকে গ্রেপ্তারে জন্য রাষ্ট্রপক্ষ আবেদন জমা দিলে আজ বেলা দুইটায় শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাসগুপ্ত বলেন, মীর কাশেম আলী প্রভাবশালী লোক হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন। শুনানি শেষে ট্রাইব্যুনাল মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করেন। আপডেটঃ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। এর পর বিকেল চারটা ১০ মিনিটে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। বর্তমানে তিনি ট্রাইব্যুনালের হাজতখানায় আছেন। আজ রোববার বিকেলে পৌনে চারটার দিকে মতিঝিলের দিগন্ত মিডিয়া কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডট কমকে নিশ্চিত করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।