আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ বাংলা ব্যাংকের চার্জের মাইর-প্যাচ থেকে মুক্তির সমাধান

চার্জ কাটার ওস্তাদ হইল ডাচ্ বাংলা ব্যাংক। ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন যে, সামনের মাস থেকে অ্যাকাউন্টে মিনিমাম ২,০০০ টাকা রাখতে হবে। এখন করণীয় বিষয় হতে পারে দুটি। ১. সার্ভিসে ত্যাক্ত বিরক্ত হয়ে তাদের দু'চারটা কথা শুনিয়ে একাউন্ট ক্লোজ করুন ২. নতুন কিছু ভাবা। বিশেষত ফ্রি এর ব্যাপারে।

কিভাবে?? ডাচ বাংলার স্টুডেন্ট এক্সেল নামের একটা অ্যাকাউন্ট আছে, যেটার কথা তেনারা খুব একটা আলোচনায় আনেন না। এই অ্যাকাউন্টের সুবিধা হইল- ১. ৫০০ টাকা অ্যাকাউন্টে থাকতে হবে। (২০০০ টাকা লাগবে না) ২. এটিএম কার্ডের কোন চার্জ নাই (অবাক হইয়েন না) শুধু প্রথম বছর ফ্রি না, সারাজীবনই এটিএম কার্ড ফ্রি!! (টাশকী খাইবার আগে জানায়া দেই, এই অ্যাকাউন্টের বিপরীতে কোন চেকবই ইস্যু করা হয়না তাই এটিএম কার্ডের চার্জ ফ্রি করে দেয়া হয় সারজীবনের জন্য। ) ৩. এটিএম কার্ডের চার্জ না থাকায় এটিএম নেটওয়ার্ক ফি নামের যে চার্জ আছে সেইটাও লাগেনা! মানে দাঁড়াইল, পুরাই ফ্রি তে অ্যাকাউন্ট চালাইবেন। খালি অ্যাকাউন্টে ৫,০০০ এর বেশী থাকলে অ্যাকাউন্ট মেইনটেন্স চার্জ কাটবে।

যাদের মন্চায়, স্টুডেন্ট আইডি কার্ড সহ ব্রান্চে যোগাযোগ করেন। তারআগে সেভিংস একাউন্টটা টেকনিক্যালি বন্ধ কইরা দিয়েন। নাইলে সামনের মাসে ধরা ফেসবুকে কর্ণেল সামুরাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।