আমাদের কথা খুঁজে নিন

   

কিছু নেক আমলের তালিকা

আমি সাধারণ মুসলমানদের মধ্যে একজন ... আমরা দৈনন্দিন জীবনে একাজগুলো করতে অপারগ বা অক্ষম নই,চাই শুধু সদিচ্ছা। *ক্বুরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করুন। *একটা আয়াত মুখস্ত করুন। *একটা রোজা রাখুন। *একটি আয়াত হলেও কাউকে পৌছে দিন।

*ফেসবুকে ভাল একটা স্ট্যাটাস দিন। ক্বুরআন, হাদীস বা উপদেশমূলক। *একটা ভাল চিন্তা করে তা কাজে পরিণত করুন। *একজন মিসকীনকে আহার করান। *একটা ফতোয়া জানুন।

*জানাযার অনুস্মরণ করুন। *ন্যায়ে সমর্থন দিন * একটি হাদীস বর্ণনা করুন *একজন বস্ত্রহীনের বস্ত্রের ব্যবস্থা করুন (নতুন পুরাতন) *কোন অসহায় পরিবারের পাশে দাঁড়ান *অসুস্থ ব্যক্তিকে দেখে আসুন *সম্পদের জাকাত আদায় করুন *একটি ভাল ক্যসেট শুনুন *মসজিদ নির্মাণে সাহায্য করুন *তাসবীহ পাঠ করুন *ভাল একটি বই পাঠ করুন *বিয়ে করতে পারছেনা এমন কাউকে সাহায্য করুন *মিসওয়াক ব্যবহার করুন *রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিন *মেহমানের খাতির যত্ন করুন *কারো দোষ দেখলে তা প্রকাশ না করে লুকিয়ে রাখুন *স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করুন *কাউকে ভাল একটা উপদেশ দিন *অত্যাচারিতের পাশে দাঁড়ান *বিপদ থেকে কাউকে মুক্ত করুন *দাওয়াত ও তাবলীগের কাজ করুন *গ্রামে বা নিজের এলাকার কোন প্রয়োজনীয় প্রকল্পের ব্যপারে ভাবুন ও তা বাস্তবায়নে চেষ্টা করুন *কারো প্রয়োজনে ঋন দিন *ভাল একটা আর্টিক্যাল লিখুন *অসহায়দের জন্য দান সংগ্রহ করুন *ভাল কথা বলুন *কারো সন্দেহ দূর করুন *একটি গাছ লাগান *আলেম বা জ্ঞানীদের সন্মান করুন *নম্রভাবে সবার সাথে মিশুন *শত্রুর সাথে ধৈর্যশীল হোন *ভাল কোন কাজে সবাইকে সংগঠিত করুন *কারো ভুল শুধরে দিন *একটি বই রচনা করুন *অসৎকাজ দেখলে তা প্রতিহত করুন *সময়কে ভাল কাজে ব্যায় করুন *ঝগড়া বিবাদে তা মিটাতে চেষ্টা করুন *কাউকে ভাল পথের সন্ধান দিন *পারিবারিক জীবন সুন্দরভাবে যাপন করুন *ভাল মানুষকে সঙ্গ দিন *ভাল মানুষের পরামর্শ নিন *কারো গোপন কিছু জানলে তা গোপন রাখুন *বঞ্চিত কাউকে ছায়া দিন *কারো ভালর জন্য সুপারিশ করুন *আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়া কাউকে তৈরী করে দিন *কোন অমুসলিমকে ইসলামের দাওয়াত দিন *জিহ্বা বা মুখকে আয়ত্বে রাখুন *সম্পদ থেকে দান করুন *অধিক জিকির করুন *ঋণ গ্রস্তকে তা পরিশোধে সহায়তা করুন *সত্য বলুন *নিঃস্ব কারো সহায় হোন *ক্ষুধার্ত কাউকে আহার করান *রাগ সংবরণকরুন *সালামের প্রসার ঘটান *আলেমকে প্রশ্ন করে জেনে নিন *কেউ হাঁচি দিলে তার উত্তর দিন *চক্ষু সংবরণকরুন *সব সময় ইস্তেগফার করুন *নামজ কায়েম করুন *যৌনাঙ্গের হিফাজত করুন *হজ্ব আদায় করুন *পথহারা কাউকে পথ দেখিয়ে দিন *আল্লাহর নিকট বেশি বেশি বার বার দোয়া করুন *ওমরা পালন করুন *ভাল ভাবে অযূ করুন *অজ্ঞকে জ্ঞান দিন *মৃত্যুকে স্মরণ করুন *বিদাত উপড়ে ফেলুন *একটি মাসআলার তাহক্বীক করুন *স্বজীব মুখে মানুষের মুখোমুখি হোন *রাত জেগে ইবাদত করুন *সুগন্ধি ব্যবহার করুন *সুন্দর পরিচ্ছন্ন পোষাক পরিধান করুন *এক জন রোজাদারকে ইফতার করান *আমানত বা গচ্ছিত সম্পদ রক্ষা করুন *বড়দের সন্মান করুন *হালাল আহার গ্রহন করুন *পোষাক টাখনুর উপরে রাখুন (পুরুষ) *জামাতেরসাথে নামজ আদায় করুন *অন্যের দাওয়াতে সাড়া দিন *দাঁড়ি লম্বা রাখুন *এতীমের দেখাশুনার ভার নিন *মিসকীনদের সাহায্য করুন *অন্যকে ক্বুরআন শিক্ষা দিন *একটি সুন্নত প্রতিষ্ঠা করুন *নিজের কোন খারাপ স্বভাব থাকলে তা শুধরানোর চেষ্টা করুন *প্রতিবেশির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন,কম পক্ষে ভাল ব্যবহার দিন,তাও না পারলে তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন *দাঈর কাজে সহযোগিতা করুন *নিজের দৈনন্দিন ভাল মন্দের হিসাব করুন *স্নিগ্ধ স্বভাবী হোন *বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন,সাক্ষাত করুন *ভাল যে কোন সুযোগ কাজে লাগান *আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করুন *মা বাবার সেবা করুন,তাদের খুশি করার মত ভাল কাজ করুন *মানুষকে সুপরামর্শ দিন *লোকালয়ে বা যানবাহনে থাকা অবস্থায় নিজের উচ্চাওয়াজ নিম্নমুখি করুন (মোবাইলে বা সরাসরি) *রাস্তায় চলাচলের সময় ডান পাশ দিয়ে চলুন *বৃদ্ধের লাঠি বা কারো কিছু নীচে পড়ে গেলে তা তুলে দিন *প্রতিবন্ধিদের রাস্তা পারাপারে সাহায্য করুন *পশু পাখিদের প্রতি স্বহৃদয় হোন *কেউ ভারি বোঝা উঠাতে পারছেনা তাকে উঠাতে সাহায্য করুন *কুকুর বিড়াল বা অন্য যে কোন প্রাণীকে পিপাসার্ত দেখলে তার পিপাসা নিবারণের চেষ্টা করুন *বাসে ট্রেনে বয়স্ক অসুস্থ কাউকে দেখলে তাদের বসতে দিন *লাইনে দাঁড়িয়েছেন কোথাও,সেখানে বয়স্ক বৃদ্ধদের আগে যেতে দিন। এ তালিকায় সব ভাল কাজ সীমাবদ্ধ নয়। এভাবে আপনারা নিজেরা ভাবলে আপনার চতুর্পাশে অনেক ভাল কাজ পেয়ে যাবেন। আমরা উপরের ভাল কাজগুলো দৈনন্দিন জীবনে করতে অক্ষম নই।

শুধু একটু মনোযোগী হওয়া প্রয়োজন। ক্ষুদ্র এসব কাজ হয়তো আমার আপনার সকল পাপমোচন কিংবা জান্নাতলাভের মাধ্যম হয়ে যেতে পারে। রাসুল সাঃ ইরশাদ করেন , আমিএকলোককে জান্নাতে চলতে ফিরতে দেখেছি রাস্তার একটিগাছ কেটে সরিয়ে ফেলার বিনিময়ে যার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। (মুসলিম) অন্য হাদীসে এসেছে, আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাঃ বলেছেন, একদা এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল,এমতাবস্থায় তার প্রচন্ড পিপাসা অনুভূত হ’লে সে কূপে নেমে পানি পানকরল। তারপর কূপ থেকে বের হয়ে দেখতে পেল একটা কুকুর হাঁপিয়ে হাঁপিয়ে তৃষ্ণা নিবারণের জন্য মাটি লেহন করছে।

সে ভাবল যেভাবে আমার তৃষ্ণা পেয়েছিল সেভাবে এ কুকুরেরও তৃষ্ণা পেয়েছে। তাই সে তার চামড়ার মোজা ভরে পানি নিয়ে মোজার মুখ বন্ধ করে উপরে উঠে এসে কুকুরটাকে পানি পান করাল। আল্লাহ তার এ কাজে সন্তুষ্ট হয়ে তার সকল পাপ ক্ষমা করে দিলেন। (বুখারী) অন্য এক বর্ণনায় বনী ইসরাইলের এক পতিতার কথা এসেছে। সুবহানাল্লাহ!!! কোন ভাল কাজকেই ছোট করে দেখার সুযোগ নেই।

বলা যায় না আল্লাহ কার কোন কাজকে পছন্দ করেন। Courtesy: http://www.sorolpath.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।