আমি আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজে পরিনি,কিন্তু কলেজেটি আমার বাড়ির পাশেই।এই কলেজে যে এত বড় একটি জালিয়াতী হয়েছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।গত 2006 সালে আমার এক পরিচিতজন ট্রেন বাস accident এ মারা জান তিনি এই কলেজে চাকরী করতেন।উনার পরিবার কলেজ থেকে একটি টাকাও পাননি।গত কয়েক দিন আগে নতুন ভারপ্রাপ্ত principal এর সাথে উনার পরিবারের দেখা principal বলে আপনারা ঠিকমত টাকা পাচ্ছেন তো?তারা একথা শুনে তো অবাক।কলেজে গিয়ে খোঁজ নিয়ে দেখে তাদের স্বাক্ষর নকল করে ক্যারনী মহোদয়,জনাব রহিম এবং সুবাস টাকা তুলেনিয়েছে।একজন মৃত ব্যাক্তির টাকা এরা খেলো কিভাবে? Principal বুজতে পেরেছেন বিষয়টা কিন্তু কলেজের কথা চিন্তা করে আর ঘাটাঘাটি করছেনা। আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজে ,আক্কেলপুর,জয়পুরহাট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।