আলো অন্ধকারে যাই... ১. পুলিশ থেকে নিরাপদ দূরেত্ত অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ।
( মাননীয় সরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু )
২. পুলিশের আচরণ আগের চেয়ে অনেক ভালো হয়েছে এর জন্য পুলিশ কে সার্টিফিকেট দেয়া যায়।
(মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন)
৩. বডরুমে নিরাপতা দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।
(মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা)
৪. আইন শৃঙ্খলা যে কন সময়ের চেয়ে অনেক অনেক গুনে ভালো।
(মাননীয় স্বরাস্ত মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন)
৫. সীমান্ত হতা র্নিয়ে বর্তমান সরকার মটেই চিন্তিত নয়।
(মাননীয় এলজিআইডি মন্ত্রী সৈয়দ আশরাফ)
৬. আমি শেয়ার বাজার বুিঝ না, এটি একটি ফটকা বাজার।
(মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত)
৮. ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য এই হরতাল নয় হরতাল যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করার জন্য।
(মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম)
৯. ডঃ মোহাম্মাদ ইউনুস রাবিস্ – সে তো একজন টোটাল রাবিস।
(মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত)
১০. আমি হিন্দু ও নই মুসলিম ও নই।
(মাননীয় এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ)
১১. আপনারা কম খান।
(সাবেক মাননীয় বাণিজ্য মন্ত্রী ফারুক খান)
১২. দ্রব্যমূল্য এখন সবচেয়ে কম।
(মাননীয় কিছু মন্ত্রী মহোদয়গন)
১৩. মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) মসজিদের অর্ধেক জায়গা পুজার জন্য ছেড়ে দিয়েছেন।
(মাননীয় ধর্ম মন্ত্রী অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়াঁ
১৪. অচেনা কাউকে দেখলে ধরিয়ে দিন।
মাননীয় আইন পতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।