আমাদের কথা খুঁজে নিন

   

কাল থেকে আশুলিয়ার সব কারখানা বন্ধ

অচেনা মানুষ কাল রোববার থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। রাজধানীতে বিজিএমইএ কার্যালয়ে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার আগামী দুই দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আশুলিয়ার সব কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পোশাকশিল্প মালিকেরা। পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব নয় বলেও ওই দিন জানিয়েছিলেন তাঁরা।

এদিকে আজও বেতন বাড়ানোর দাবিতে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ক্ষুব্ধ শ্রমিকেরা আজও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় কয়েকজন পুলিশ সদস্যসহ শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে কর্মস্থলে এসে কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ শুরু করেন আশুলিয়ার কাঠগড়া এলাকার মাহবুব অ্যাপারেলসের শ্রমিকেরা। এরপর তাঁরা ওই এলাকার অন্যান্য কারখানায় হামলা চালান।

এ সময় এসব কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।