আমাদের কথা খুঁজে নিন

   

গণ সঙ্গীত

সাহিত্য লেখক তোরা দেখবি যদি আয় দেশটা হ্ইল মরা গরু শকুনী তা খায়। । লাল শকুন আর কাল শকুন পেটে ঢুকায় মাথা , তাই দেখিয়া সাদা শকুন. সুর দিয়া কয় কথা। শকুন যখন মাংস খায়, কুকুরে তাড়ায়। ।

শকুন বলে চুপ কর ভাই তোদের জন্য আছে, তাই শুনিয় কুকুর গুলি যায়না ওদের কাছে। কুকুর গুলি মাংস পায়না হাড়গুলি জিবায়। । দাদী বলে শকুন মরে পিছার বারি দিলে কুত্তা পলায় লাঠি দেখলে মূর্খ থামে কিলে। শকুন যদি মারতে চাও পিছা নিয়া আয় ।

। । (অর্থ-পিছা= ঝাটা,নারিকেলের সলার ঝাটা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।