আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-৫২ (আড়িমুখ করে বসে থাকে নীলা আজকাল/ চাকরিটা পাইনি এখনও!)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) -ছেলে = মেয়ে -একটা মজার ঘটনা শোন। = বল -এবারের বাজেট ঘোষণার পর বেনসন সিগারেটের দাম বাড়ায় রংপুরে “খিলিপান দোকান মালিক সমিতি” ধর্মঘট ডেকেছে! = খিলিপান দোকান মালিক সমিতি! হা হা হা । ওদের ওই বাক্সগুলো দোকান? তার আবার সমিতি? -কেন ওগুলোকে দোকান বলতে অসুবিধা কোথায়? যদি ১ জন মাত্র ব্যক্তি, ১ জনই নেতা আর একজনই সমর্থক... এমন দলকে যদি রাজনৈতিক দল বলা যায় তবে খিলিপান সিগারেটের বাক্সগুলোকেও দোকান বলা উচিত! = তা অবশ্য ভাল বলেছ। তবে শুনতে কেমন জানি লাগে! খিলিপান দোকান মালিক সমিতি! -আচ্ছা মনে করো ঐ ১ দল ১ সমর্থক সমৃদ্ধ যত দল আছে তারা সবাই মিলে যদি একটা সমিতি করে তবে তাদেরকে কী বলা যাবে? = কী? -“আত্নঢোল প্রচার মালিক সমিতি!” = হা হা হা হা ... আচ্ছা তুমি কী কোনদিন খিলিপানের দোকান থেকে বেনসন সিগারেট কিনেছ? -কিনেছি মানে... কতবার! = বল কী! তাহলে তুমি যে বল তুমি সিগারেট খাওনা! -হ্যাঁ খাইনা। বেনসন আমি আমার জন্য কিনিনি।

ছোট থাকতে এলাকার ক্রিকেট ক্লাবের বড় ভাইদের জন্য কিনেছি। = তার মানে ছোট থাকতে বড় ভাইদের ফাইফরমাশ খাটতে! -হ্যাঁ প্লেয়ার হতে গেলে বড় ভাইদের অনেক কাজ করে দিতে হয়! = কই কচুর ক্রিকেট প্লেয়ার তো হতে পারলা না! -হ্যাঁ আফসোস! বাংলাদেশের কোচরা চিনলো না! বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেট প্রতিভা ওরা চিনল না! = হুঁ কচু! ঐ রকম প্রতিভা হলে ঠিকই চিনতো! -তুমি তো আর খেলনি। আমি খেলেছি। আমি জানি। বাংলাদেশের প্রতিটা সেক্টরে রাজনীতি।

এখন অবশ্য ক্রিকেটে প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতি কমে গেছে। = তুমি তো রাজনীতি করনি বা করো না। -সেটাই তো সমস্যা! = যেমন? -সম্ভবত উইনস্টন চার্চিল বলেছিলেন,“Turn on to politics otherwise politics will turn you!!" পলিটিক্স আমি করিনি কিন্তু পলিটিক্স আমাকে খেলা থেকে ঠেলে বের করে দিয়েছে! = হুমম বাংলাদেশের প্রতিটা লোমকূপে পলিটিক্স! -আমরা ম্যাংগো পিপল মানে আমজনতা হওয়ায় বিএনপিও খাতির করে না, আওয়ামীলীগও করেনা, জামায়াতও করে না! মাঝে মাঝে মনে হয় পলিটিক্স করলে ভালই হত! এতদিনে একটা চাকরি ঠিকই পেয়ে যেতাম! = হুঁ ! পড়ালেখা না করে পলিটিক্স এর দোষ দিচ্ছে! আচ্ছা রাজনীতির আলাপ বাদ দাও। তোমার চাকরি হচ্ছে না এটা তো একটা টেনশানের বিষয় হয়ে দাঁড়িয়েছে! এদিকে বাসায়তো মাঝে মাঝে বিয়ের কথাবার্তা দরজা জানালার ফাঁক ফোঁকর দিয়ে চলে আসতেছে! আমি আর কয়দিন দরজা জানালা বন্ধ রাখবো বল? আমাদের ভবিষ্যতের কী হবে? -আল্লাহই ভাল জানেন কী হবে। অঞ্জন দত্তের গানের লাইন মনে পড়ছে! = কোন লাইনটা? -“হাঁড়িমুখ করে বসে থাকে নীলা আজকাল/ চাকরিটা পাইনি এখনো!” = আমার মন খারাপ থাকলেও আমার মুখ কখনো হাঁড়ির মত লাগে না! -তাহলে গানের লাইনটা একটু পাল্টাতে হবে! = কীরকম? -“দাড়িমুখ নিয়ে বসে থাকে নীলা আজকাল/ চাকরিটা পাইনি এখনো! = দাড়িমুখ কেন? -তোমার থুতনিতে ছোট্ট একটা দাড়ি আছে! হা হা হা = আমার খুঁত নিয়ে খোঁচা দিলে? ঠিক আছে তোমার সাথে আড়ি! -গানের লাইন তাহলে আবার পাল্টাতে হবে! = যেমন? -আড়িমুখ করে বসে থাকে নীলা আজকাল/ চাকরিটা পাইনি এখনও! ------------------------------ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।