আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ বলেছে যাব যাব

মেঘ বলেছে যাব যাব- মেঘ বলেছে যাব , বৃষ্টি হয়ে মেঘ-বালিকা তোমায় ছুঁয়ে দেব ।। উদাস হাওয়ায় একলা তুমি আনমনে কেন চেয়ে ? আকাশ নীলে স্বপ্ন বুনে স্বপ্ন হারাও মেয়ে ! তাইতো এলেম- তোমার নীলে রঙধনু সাজাব , আমার শত বিন্দু জলে তোমায় ভেজাব ।। সবাই তোমায় যাবে ছেড়ে যেতে পারে ফেলে , চেয়ে দেখ নেইতো কোন কমতি আমার জলে । তাইতো এলেম- তোমার উঠোন জুড়ে আমি রব , তোমার ভেজা নগ্ন পায়ে নুপুর হয়ে রব ।। মেঘ বলেছে যাব যাব - মেঘ বলেছে যাব , বৃষ্টি হয়ে মেঘ-বালিকা তোমায় ছুঁয়ে দেব ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।