আমাদের কথা খুঁজে নিন

   

The Greatest Cricket Matches Ever Played

প্রথমেই হ্মমা চেয়ে নিচ্ছি কারণ আজকে আপনাদের একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাব। আজকে সকালে টেলিভিশনে চ্যানেল ঘোরাতে ঘোরাতে চোখে পড়ল NEO PRIME নামক চ্যানেলে একটা PROGRAMME হচ্ছে যার নাম THE GREATEST CRICKET MATCHES EVER PLAYED. দেখলাম এশিয়া কাপের বাংলাদেশ আর ভারতের মধ্যকার খেলাটি দেখাচ্ছে। আমি যখন দেখছি তখন ভারতের ব্যাটিং শেষ। টেন্ডুলকারের সেষ্ণুরী, কোহলী আর ধোনির আর্ধশত এবং রেয়নার কিছু রান দিয়ে মোট ২৮৯ রান। বোলিং এ আমাদের সিনিয়র খেলোয়াড় রাজ্জাক আর দ্বিতীয় সিনিয়র মোর্তজা উইকেট সহ রানরেট ৪ এর কাছাকাছি রেখে তাদের কোটা শেষ করেছেন।

আর শফিউল সামান্য কিছু ওভার করেছে কিন্তু ভাল বল করেছে। আর বাকি সবাই মোটামুটি ব্যার্থ। এবার বাংলাদেশের ব্যাটিং। আমি যখনই কোথাও দেখি বাংলাদেশের ব্যাটিং তখনই টিভির সামনে বসে পড়ি। তো প্রথমে আমাদের DASHING OPENER তামীম আর নাজিম নামল।

উফ্ফ্, তামীমের এক একটা ক্লাস শট্ দেখার মত। এর মধ্যে আবার নাজিম আউট। এবার নামল বিপিএলে নিজেকে প্রমাণ করা জহুরুল। বলতে হবে যে বিপিএল খেলে জহুরুলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। নাহলে কি আর ভারতের বোলাররা এভাবে মার খায় ওর কাছে।

তামীম জহুরুল দুজনেরই অর্ধশত পুরণ হল। তামীমের ছিল সিরিজের দ্বিতীয়, আর জহুরুলের ক্যারিয়ারের প্রথম। এর কিছু সমর পরেই জহুরুল আউট। এবার নাসির। এবার নাসিরের শট দেখে মুগ্দ্ধ।

ও যা খেললো, এই যা তামীম আউট। এবার নামল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিব তো সাকিবই, ওর কথা আর কি বলব! কিন্তু ৪৯ রানের মাথায় থার্ড আম্পায়ারের একটা বিতর্কিত সিদ্ধান্তে সাকিব STAMPING এর শিকার। পুরো স্টেডিয়াম নিস্তব্দ্ধ। তখনো ৪৪ বলে ৬০ রান দরকার।

এতো টুয়েন্টি টুয়েন্টির মতো অবস্হা। সাকিব ছিল তাও ভরসা ছিল। কিন্তু এখন কেউ যুক্তি দিয়ে মানতে পারছে না যে বাংলাদেশ জিতবে। সব দায়ভার কাধে নিয়ে নামল ক্যাপটেন মুশী। সে নেমে SENSIBLE CRICKET খেলছিল।

মাপা শট্, ঠান্ডা মাথা। এবার নাসিরের অর্ধশত পুরলো। এরপর শুরু হল মুশফিকুর ঝড়। কয়েকটা ছয়। ছয়গুলো যা, একেক ছয়ে দর্শকেরা আনন্দে একাকার।

ম্যাচটা আমরা জিতেই গেছি, যখন আর ৮ বলে ২ রান লাগবে নাসির আউট। কিন্তু এটা যেন কোনো প্রভাবই ফেলল না, কারণ আরো একজন অলরাউন্ডার তো আছে। সেই মাহমুদুল্লাই জেতারানটা তুলে দিল। এই ম্যাচটা মনে হয় ৫ বারের মত দেখলাম, কিন্তু প্রত্যেকবারের মত এবারও গায়ের সবগুলো লোম খাড়া আর চোখে পানি। মাশরাফি, রাজ্জাক, শফিউল, তামীম, জহুরুল, নাসির, সাকিব, মুশফিক এতগুলো বাঘের যদি একসাথে খিদা লাগে তাহলে ভারতের মত দলের কি অবস্হা হয় তা তো বোঝাই গেল।

আমরা কিন্তু সেদিন স্বপ্ন দেখেছিলাম নতুন এক দিনের। সামনে ত্রিদেশীয় সিরিজ, স্বপ্ন পুরনের আশা। যদিও UNOFFICIAL TOUR তবুও। কারন ICC বাংলাদেশের যে SCHEDEULE করেছে তাতে এক ম্যাচ খেলে আরেক ম্যাচ খেলতে খেলতে খেলাই ভুলে যাবে। তাই ধন্যবাদ BCB কে যে তারা এই সিরিজের আয়োজন করেছে।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।