দুই দিন আগে ব্লগে Click This Link লেখাটি পড়লাম। ডলারের ভাংতি কারক জনাব মাহিন। তিনি এলার্ট-পে আর মানি-বুকারস্ এর ডলার প্রতি ৭০ টাকা দিচ্ছিলেন। যেখানে বাজার মূল্য ৮৩ টাকা প্রায় আর ব্যাঙ্ক দেয় ৮১-৮২ টাকা। ওখানে আবার মোবাইল রিচার্জ এর ব্যবস্থাও আছে।
৫০ টাকা থেকে শুরু। ৭০ টাকা ১$ হিসেবে ৫০ টাকার জন্য .৭১$ লাগে। ৮৩ টাকা ডলার হিসেবে খরচ প্রায় ৫৯ টাকা। যা হোক আমার মত অলস মানুষের জন্য মাসে একবার বা দুইবার ৫৯ টাকা খরচ করে ৫০ টাকা রিচার্জ করা খুবই সুখকর।
আজ আবার তাদের ওয়েব সাইটে ঢুকলাম।
ঢুকে দেখি এলাহি কারবার। জনাব মাহিন ১$-৫$ দিচ্ছেন ৬৫ টাকা, ৫$-১০$ এ ৭০ টাকা আর ১০$-উপরে দিচ্ছেন ৭২ টাকা। আর মোবাইল রিচার্জ ১০০ টাকা সর্বনিম্ন। মানে ১০০ টাকা নিতে আপনাকে প্রায় ১.৫৩$ গুনতে হবে।
এই লোক আবার ব্লগে লেখে "" চাইলে আপনি আপনার টাকা আপনার মোবাইল এ ফ্লেক্সীলোড বা টপআপ করে নিতে পারেন অথবা বিকাশ বা ডাচ বাংলা মোবাইল ব্যংক এর মাধ্যমে আপনার মোবাইলে নগদ নিতে পারেন যা পরবতীতে ক্যাশ পয়েন্ট এ গিয়ে ক্যাশ করে নিতে পারেন।
আর এ জন্য আপনাকে কোন ধরনের সার্ভিস চার্জ দিতে হবে না। ""
আরে মামুর বেটা ব্যাঙ্ক তো চার্জ নেয় ১-২টাকা/$ আর তুমি নিতাছ ১১-১৮টাকা/$ ... সার্ভিস চার্জ আর ক্যামতে নেয় মানুষ।
এসব ভন্ডামি বন্ধ করা উচিত। http://www.onlinerecharge24.com/ দয়া করে কেউ এখানে ডলার ভাঙ্গাবেন না। ৭ দিন অপেক্ষা করে বা একটু কষ্ট করে ব্যাঙ্ক থেকে ডলার ভাঙ্গান।
ফ্রি-ল্যান্সিং এর কষ্টের টাকা আজাইড়া মানুষরে দেওয়ার কোনো মানে নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।