কুদ্দুসের বন্ধুর সংখ্যা অনেক কম খুব সহজে কাউকে বন্ধু ভাবতে পারে না সে . হাতেগোনা কয়েকজন কাছের বন্ধু. কিন্তু অনেক কাছের বন্ধুই এখন দূরে, মানে কুদ্দুসের জন্মভূমিতে. বলতে ভুলেই গেছি কুদ্দুস এখন প্রবাসী. বন্ধুদের চেয়ে ১৫ হাজার কিলোমিটার দুরে থেকেও সে বন্ধুদের ফীল করে. এখনো কথা শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করে না. কারণ অনেক কথা জমে থাকে, অতীত স্মৃতি গুলা কে মনে করা হাসা, Fututre এর জন্য কিছু প্লান বানানু .....প্লান এর যেন শেষ এ হবে না... তারা কেউই জানে না প্লান গুলা কখনো সফল হবে কিনা, তবু ও প্লান বানায়. কিন্তু কতক্ষণ আর চালানু যায় ডিজিটাল যোগযোগ. নিসঙ্গতা নেমেই আসে কুদ্দুসের মনে. তখনই সম বয়সই নুরা নামের একটা ছেলের সাথে পরিচয়. তারপর হয়তো বন্ধুত্ব. কিন্তু আসলেই কি তারা বন্ধু? অনেক কারণ আছে যার জন্য এটাকে বন্ধুত্ব বলা যায়. যেমন নিজের অনুভূতিগুলাকে কোনরকম দ্বিধা ছাড়াই শেয়ার করা যায়. কুদ্দুস ও তাই ভাবে তাই সব কিছুই শেয়ার করে. বন্ধুর অনুভূতি, পছন্দগুলার প্রতি মিনিমাম রেসপেক্ট থাকা, মজা করা, যতক্ষণ একসাথে থাকে জীবনটা অনেক রঙিন মনে হয় তার কাছে মোটকথা বন্ধুত্ব এর মাঝে যা থাকা দরকার সব এ আছে. ..এসব কারণে এ নুরা কে কুদ্দুস বন্ধু ভাবে. কিন্তু অনেক কিছুই নাই এই বন্ধুত্ব র মাঝে ...যাইহোক আগে কুদ্দুস সম্পর্কে কিছু জানা উচিত . কুদ্দুস খুবই সাধারণ একটা ছেলে দেখতে অনেক স্মার্ট না কিন্তু আনস্মার্ট ও না, কথা বলার সময় দু একটা word এ লোকাল accent আসে, যেমন প্রবলেম কে ফ্রব্লেম বলা .....লোল...... মানুষ ও মনুষত্বএর প্রতি অনেক শ্রদ্ধা তার ...যেমন কাউকে সবার সামনে বিব্রত করা, ছোট করা, নিজেকে সবচেয়ে জ্ঞানি ও আধুনিক ভাবা, এ রকম অনেক কিছু ই কুদ্দুস করতে পারে না. এটা কুদ্দুস এর ব্যার্থতা কিনা সে জানে না.... আর নুরা, বেটা তো পুরা এ পাঙ্খা... দেখতে সুন্দর, কথা বলতে পারে ভালোভাবে, নিজেকে হয়ত অনেক আধুনিক ও জ্ঞানি ও ভাবে সে. যাইহোক নুরা হয়ত এগুলার যোগ্য. তা নিয়া কুদ্দুসের মাথাব্যথা নাই. এইবার আসা যাক কুদ্দুস ও নুরার বন্ধুত্ব এর কথা, কুদ্দুস তার সব কথাই নুরা কে বলে...কখনো চিন্তা করে না এইটা বললে আমি ছোট হয়ে যাবো, নুরা যে বলে না তা কিন্তু না...নুরাও সব কিছু বলে. বন্ধুত্বর মাঝে আবার ছোট হওয়া কী! বন্ধুত্ব মানেই তো একজনের গোপন মেশিন এর সাইজ পর্যন্ত জানা! যুদ্ধের সময় ঠিক মত ফায়ার করতে পারবে কিনা তা পর্যন্ত জানা. যাইহোক একটু লুল(lolz) আরকি. এ পর্যন্ত ঠিক আছে .. কিন্তু পরের স্টেপ গুলা দুইরকম... এইবার দুইজন এ কিন্তু দুইজনের অনেক দুর্বল দিক জানে. এবং জানতেছে.. কিন্তু কিছু situtation এ , যেমন কুদ্দুস ও বিদেশী একটা ছেলে হয়ত আড্ডা দিচ্ছে এবং নুরা এসে আড্ডায় যোগ দেয়. নুরা তখন সুযোগ মতো কুদ্দুসের সামনে stranger ছেলেটার কাছে বলে কুদ্দুস এর weekpoint গুলার কথা... যেখানে stranger ছেলেটার সাথে হয়ত কুদ্দুসের ফর্মাল সম্পর্ক. কুদ্দুস বিব্রত হয়. নুরা হয়ত বুঝতে পারে.. কিন্তু কুদ্দুস তো একান্ত বন্ধু ভেবেই নুরা কে কথা টা বলছে. এইরকম অনেক situation এ নুরা একই কাজ করে যেমন কুদ্দুস হয়ত বলছে এই ড্রেসটা আমি ছাড় এ কিনছি... নুরা তখন সুযোগ মত একটা গ্রুপ এর সামনে হয়ত বলবে ও হইছে "ছাড় কুদ্দুস" সব কিছু এ ছাড় এ কিনে..যেখানে কুদ্দুস হয়ত একটা ড্রেস এর কথা বলছে.কুদ্দুস আবার বিব্রত. কুদ্দুস কিন্তু ঠিক একই কাজটা করতে পারে নুরার সাথে নুরা হয়ত তা ভুলে গেছে. কুদুস তা কখনো করবে না . কুদ্দুস এটা ও ভালো ভাবে জানে বন্ধুরই তো সে অধিকার আসে আমাকে বিব্রত করার. কিন্তু সেইটা situation বুঝে. অন্য আরেকটা উদাহরণ, কুদ্দুস যদি কোনো কিছু করে যেমন হয়ত কোনো একটা গান এর কথা বলল নুরা তখন বলবে "ধুর বেটা এইটা কোনো গান হইল. গান হইল এইটা". আবার ফেইসবুক হয়ত কোনো কমেন্ট করলো কুদ্দুস, নুরা বলবে "বেটা Innovative কিছু কর". নুরা হয়ত ভাবে দুনিয়াতে সেই একমাত্র ফয়দা হওয়া Innovative পারসন. একসাথে থাকা অবস্থায় মাঝে মাঝে অনেক মজা হয় দুইজনের মধ্যে... কিন্তু নুরা সবসময় মনে করে সে ই একমাত্র আড্ডা জমাতে পারে, মজা আনতে পারে আড্ডার মাঝে, মানে নুরা না থাকলে কুদ্দুস রা এত হাসতে বা হাসাতে পারত না. কুদ্দুস বুঝতে পারে নুরা হয়ত জানে না কুদ্দুসের অন্য "বন্ধু আড্ডা" might বি আরো বেশি কালারফুল, আরো বেশি জীবন্ত. এইরকম আরো অনেক উদাহরণ আছে. কুদ্দুস মাঝে মধ্যে ভাবে এইসব নিয়া. আসলে এ কী নুরা আর কুদ্দুস বন্ধু. নুরা হয়ত জানে না কুদ্দুস এইসব কিছুই বুঝে. মাঝে মধ্যে কুদ্দুস চায় নুরা কে বলতে ..."তোর অর্থ, চেহারা, বুদ্ধি, পারসোনালিটি, পছন্দ, অপছন্দ, জ্ঞান সব কিছু মিলেই তোর পৃথিবী. আর আমার অর্থ, চেহারা, বুদ্ধি, পারসোনালিটি, পছন্দ, অপছন্দ, জ্ঞান সব মিলে আমার পৃথিবী. তোর পৃথিবী হয়ত আমার পৃথিবীর ছেযে অনেক উন্নত, রঙিনএবং আধুনিক কিন্তু তুই হয়ত জানিস না আমার চারপাশ মিলেই আমার পৃথিবী. আমি আমার পৃথিবী নিয়া সন্তুষ্টু , এটাই আমার লেভেল, আর প্রত্যেক মানুষই তার লেভেল মতো সব কিছু পায়. আমি ও পাব. যেমন কুদ্দুস অথবা নুরা কিন্তু কখনো St . Jhones এর সোনিয়া কে gf বানাতে পারবে না. সুতারং কুদ্দুসও তার সবকিছু তার লেভেল মতো এ পাবে. আর নুরা, তোর পৃথিবী নিয়া আমার আপসোস নাই কারণ আমি জানি স্রস্টা আমাকে এমন কিছু দিয়েছে যা তোকে দেয় নি, সুতারং তোকে যা দিয়াছে কিন্তু আমাকে দেয়নি তা নিয়া আমি আপসোস করব কেন. আর friendship এর মধ্যে একের প্রতি অন্যের রেসপেক্ট থাকা উচিত, আমার ছোট একটা ইমশন কে রেসপেক্ট করা মানে আমাদের friendship কে ই রেসপেক্ট করা. আর নুরা তুই যদি আমার লেভেল কে রেসপেক্ট করতে না পারিস তাইলে আমাকে বন্ধু না ভাবলেই পারিস. আমি কিন্তু বলছি না তুই আমাকে insult করতে পারবি না, তুই আমার বন্ধু তুই তো বলবি সব কিছু, আমার দোষ, গুন, ভালো খারাপ কিন্তু আমাকে হীন করে নয় " কিছু মানুষ হয়তো নিজেকে এ বেস্ট ভাবে... সে যেইটা বলতেছে , সে যেইটা পরতেছে, সে যেইটা পছন্দ করেছে, সেইটা ই বেস্ট আর আমরা সবাই বোকাচোদা....কিন্তু কি ভাবে! আপনাকে কি স্রস্টা বিশেষ মেটারিয়াল দিয়া সৃষ্টি করছে নাকি! আপনার বুঝা উচিত জনাব আপনার চেয়ে বেস্ট কেউ থাকতে পারে. একজন মানুষ হিসাবে প্রত্যেকের উচিত অন্যদের লেভেল কে সম্মান করা. কারণ তার লেভেল মতো ই সে তার জীবন চালাচ্ছে, তার সবকিছু পাচ্ছে. সে আপনাকে কখনো বলে না আপনার পুরা পৃথিবীটা তাকে দিয়া দিতে. মানুষ শুধু চেস্টা করে নিজের লেভেলটার উন্নতি করতে. (অনেক হইছে বেটা এইবার থাম! না আসলে এ থেমে যাওয়া উচিত. অলরেডি নিজের মধ্যে একটা ভাব এসে পড়ছে, নিজেকে লেখক মনে হচ্ছে. একটুপর হয়ত সবার কাছে নিজেকে লেখক পরিচয় দিতে শুরু করব. আবার একটু লুল(lolz). আর সারাদিন তো কামের কাম কিছুই হয় নাই.) বি দ্র: এটা আমার প্রথম বার. তাই একটু প্রবলেম থাকতে পারে. প্রথম বার সবকিছুতেই একটু কষ্ট হয়. না হইলে তো ফার্স্ট টাইম করতে গিয়া মানুষ চিল্লাইত না! কোনো বিষয়বস্থু নাই. শুধুমাত্র একটা পারসনাল অনুভূতি. কষ্ট করে লেখাটা যারা পড়েছেন তাদের ধন্যবাদ আর যারা বিরক্ত হয়েছেন আমি দুঃখিত আপনার সময় নস্ট করার জন্য. বানানে ভুলের জন্য দুঃখিত, অনেক বাংলা বানান আমি ভুলে গেছি সেজন্যে আমি লজ্জিত.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।