স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে আমরা যারা হলে থাকি তাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে খাওয়া-দাওয়া নিয়ে আর বাকিটা আমার মনে হয় মজা আর মজা । ভার্সিটি লাইফের মজা টের পাইতে হলে অবশ্যই হলের কোন বিকল্প নেই । হলে সবচেয়ে মজার কাহিনি হচ্ছে লুঙ্গী কাহিনি ! যারা লুঙ্গী পড়েন তারা হয়তো বুঝবেন এটা সামলানো কতো কষ্ট ! আমি জীবনে এই বস্ত্র পাই নাই সেহেতু আমার কাছে এটা আরো দুঃসাধ্য কাজ । আমার এই পর্যন্ত দুইটা রুম হলে এসে বদল করতে হয়েছে কিন্তু দুইটাতেই লুঙ্গী নিয়ে প্রায় একই কাহিনি আছে । আমার এক বন্ধু প , সে ঘুমালে আর খবর থাকে না লুঙ্গী কই ! একদিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে তার লুংগী দেহের সাথেই আছে কিন্তু তাহাতে তাহার মুখ ঢাকিয়া আছে ! বাকি যেই অঙ্গখানি আছে সবটাই উন্মুক্ত । আর যায় কোথায় মামা , যার যার মোবাইল নিয়া তৎক্ষণাৎ সেই বরল দৃশ্য ধারণ করিয়া রইলাম । বিনিময়ে যদি কিছু খাওয়া যায় এই আশা করে কিন্তু শালা এতো খাইশটা যে কিছুই খাওয়াইলো না আর আমাদেরও রুচিতে বাঁধিল এমন একখানা দৃশ্য মোবাইলে নিয়া ঘুইরা বেড়াইবার । পরিশেষে আস্তে আস্তে ইহা সবার কাছ হইতেই লীন হইয়া গেলো । কিন্তু সেইরাম মজা করছিলাম সবাই মিলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।