জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... মিয়ানমায় রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন এখন একটি আলোচিত বিষয় আর এই ঘটনাটি বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা পেয়েছে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া না দেয়ার বিষয়ে।
আমি বাংলাদেশের আশ্রয় দেয়া না দেয়ার বিষয়ের দিকে যাব না।
কিন্তু যে বিষয়টা লক্ষ্যনীয় যে আজ বৌদ্ধরা ১০০০ মতো মুসলিম রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন করলো কিন্তু আজ আন্তর্জাতিক মিডিয়া তেমন কভারেজ পেলো না।
কেন? তারা মুসলিম ছিল বলে?
কোনো বিশ্ব মোড়লরা এই হত্যাযজ্ঞ নিয়ে কথা বলে না।
কেন? তারা মুসলিম ছিল বলে?
কিন্তু আজ যদি মুসলিমরা সাম্প্রদায়িক দাঙ্গায় ১জন অমুসলিমকে হত্যা করতো তা হলে দেখা যেত বিশ্ব মোড়লদের কত দরদ, কত মায়া কান্না, আর কতো বাণী, কতো চাপ, কতো কূটনৈতিক দৌড়ঝাপ দেখা যেত।
আর পাশাপাশি প্রচার করতো এটা মুসলিম টেরোরিজম্।
আন্তর্জাতিক মিডিয়া অবশ্যই ঘন্টায় ঘন্টায় খবরটি কভারেজ করতো এবং যেভাবে পারা যেত তথ্য-উপাত্ত দিয়ে মুসলিমদের সর্বোচ্চ খারাপ দিক গুলি উপস্থাপন করতো।
উপরন্তু হয়তো দেখা যেত শান্তি বাহিনী পাঠিয়ে আমেরিকা বছরের পর বছর চালাতো মুসলিম নিধনের নামে শান্তির অভিযান। যে শান্তি আর কোন দিনই তারা আনতে চাইতো না বা ফিরে আসতো না কারণ তারা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে শান্তির নামে মুসলিম নিধনই করে চলেছে কিন্তু কোথাও এতটুকু শান্তি এনে দিতে পারেনি।
মূল সমস্যা হলো আমাদের মুসলিমদের ঈমানি দূর্বলতা।
ইসলাম একটি শান্তি ও মানবতার ধর্ম।
পবিত্র ইসলাম কাউকে অন্যায় ভাবে হত্যা করতে বা অমানবিক আচরণ করতে অনুমতি দেয়নি কিন্তু যারা পথভ্রষ্ট তাদের কথা ভিন্ন।
আল্লাহ পাক আল-কোরআন ও হযরত মুহাম্মদ(সাঃ) কে শুধু মাত্র মুসলমানের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পৃথিবীর সমগ্র জাতির শান্তি ও মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে।
কিন্তু আজ কিছু মুসলমান ধারি মুনাফিক এই মুসরিক,ইহুদি,কাফিরদের আর্থিক ও ক্ষমতায়নের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের তাবেদারে পরিণত হয়েছে। যার ফলে তাদের মতের বাহিরে দ্বিমত প্রকাশ করতে তারা ভয় পায়।
আমরাও পারছিনা বিশ্বে এই মুসলিম রোহিঙ্গাদের নিধনের বিষয়ে জোরালো কথা বলতে।
আমরা অনেক আম-মুসলিমরাই আমাদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে দেখি যা শুধুমাত্র দেখার জন্যই কিন্তু অনুসরণ, অনুধাবণ বা পালনের জন্য নয়।
একজন মুসলিম যদি কোথাও একটা অন্যায় করে সেটা আমরা খুব সহজেই ইহুদি-কাফেরদের প্রচারণায় বিশ্বাস করতে শুরু করি ও সেটা নিয়ে সোচ্চার হই।
মনে করতে থাকি এই বুঝি ইসলাম গেল।
ইসলাম এতো ঠুনকো বিষয় নয় বরং প্রমাণ করে আমাদের ঈমানই ঠুনকো।
আমাদের মুসলিমদের যদি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতো তাহলে এই সমস্যা গুলি খুব সহজেই আমরা অনুধাবন ও আমরাই সমাধান করতে সক্ষম হতাম এবং পথভ্রষ্ট হতাম না।
আর আমাদের ইহুদি-কাফির বিশ্ব মোড়লদের এতো জ্ঞান দরকার ছিল না।
আল্লাহ পাক আমাদের ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং বিশ্বে শান্তি দান করুন।
আমিন!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।