আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের কি দারূন মিল । রোহিঙ্গাদের পূর্ব পুরুষরাতো দেখি পুরাই লুল

অ আ ক খ রোহিঙ্গা নিধন প্রক্রিয়া শুরু হয় , রোহিঙ্গা কর্তৃক এক বৌদ্ধ তরুণী ধর্ষণের ঘটনার পর । এবার দেখি ইতিহাস । প্রাচীন আরাকানের রোহিঙ্গা রাজা নরমিথলাও আরাকনের এক সামান্ত রাজার বিবাহিত ভগ্নীকে অপহরণ করে । এরপর সকল সামান্ত রাজা তাকে ফিরিয়ে দিতে বললেও সে ফিরিয়ে দেই নি । ফলে তারা ক্ষিপ্ত হয়ে বার্মা রাজা কে আরাকান আক্রমণ করার জন্য উৎসাহিত করে , অবশেষে ১৪০৬ সালে বার্মিজ আক্রমণে রাজা নরমিথলা তৎকালীন বাংলার স্বাধীন সুলতান জালালুদ্দিনের কাছে আশ্রয় গ্রহন করেন । পরে জালালুদ্দিন তার সেনাপতি ওয়ালি খানকে আরাকন রাজ্য উদ্দার করতে প্রেরণ করেন এবং ১৪৩০ সালে নরমিথলা আবার ইসলাম ধর্ম গ্রহন করে সোলাইমান খান নাম ধারণ করে আরাকান রাজা হন । ঘটনা দিয়ে কিন্তু দারূন একখান বাংলা সিনেমা হইবার পারে । হায় ইতিহাস কি জাতিই না ছিলাম রোহিঙ্গা বিষয়ে এই তথ্য গুলো এই বইয়ে পেলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।