প্রথম ব্লগ .। .। .। .। ভীষণ গরম ! গরমে অস্থির আমি ।
গভীর রাত , তাই ভাবলাম ঘুমিয়ে যাব । ঘুমাবার আগে অর্ধেক বাকি থাকা ফ্রুটিকা জুস শেষ করার মনস্থির করলাম । ফ্রিজ থেকে ফ্রুটিকার বোতলটি নিয়ে নিজের ঘরে এসে সুস্থির হয়ে বসতে না বসতেই শুরু হল ফ্রুটিকার সাথে আমার আজাইরা আলোচনা .....
ঃ এই , কি শুরু করছ তুমি ? ( ফ্রুটিকার হুঙ্কার )
ঃ আমি আবার কি করলাম ?
ঃ এইভাবে যদি সবাই তোমার মতো আধেক করে খেয়ে রেখে দেয় তাহলে তো আমার মালিক দেউলিয়া হয়ে যাবে , আর আমিও মার্কেট আউট হয়ে যাবো !
ঃ কি আর করবো বল ? তোমার দামও তো বেড়ে গেছে ! আর তোমার মালিক দেউলিয়া হলেও সমস্যা নাই , দরবেশ বাবা আছে না !!!
ঃ রাখো তো তোমার দরবেশ বাবা । ওরা হল হ্যামিলনের বাঁশিওয়ালা , মধুর সুরে ডেকে নিয়ে সর্বনাশ করে । রক্ষকের বেশে এসে বুভুক্ষের মতো ভক্ষণ করে , এমনকি তলানিটুকুও চেটেপুটে খায় ।
ঃ হয়তো , হয়তো না । তবে আমরা আমজনতাই রাষ্ট্রের সমস্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী । আমাদের সাথে কেউ পারবে না ।
ঃ হ্যাঁ , সেজন্যেই তো পাঁচ বছর পর পর পুরান পাপীদের কাছে নিজেদের দেশ আর ভাগ্য ইজারা দাও । খুব কি লাভ হয়েছে তাতে ? কেবল পাপের তীর্থযাত্রীরাই চৌধুরী হয়েছে আর বাকিরা হয়েছে ভাগ্য বিড়ম্বিত ।
ঃ আচ্ছা ফ্রুটিকা , তোমার কয়টা গাড়ি আর কয়টা বাড়ি আছে ?
ঃ কেন ?
ঃ না মানে , তোমার বিরুদ্ধেও কথা উঠতে পারে ... তাই আগেভাগেই জেনে রাখতে চাইছি আর কি !
ঃ বেশুমার ! উৎপাদন , সংরক্ষণ , বণ্টন , বিপনন , পুনপ্রক্রিয়াজাতকরন সবজায়গায় গাড়ি আর বাড়ির প্রয়োজন এবং আছেও । তবে আমার হিসেব নেয়ার আগে নিজের সম্পদের হিসাব আর উৎসের সঠিক বিবরণ কেউ দিতে পারবে বলে তো মনে হয় না ।
ঃ যা হোক , রাত অনেক হয়েছে , বাদ দাও ওসব ........
ঃ কেন ? বাদ দেব কেন ? আসলে ফক্করবাজদের কারনেই তোমাদের অনুমানের সাধারন পাপীদের অসাধারণ মহাপাপী স্বরুপ উন্মোচিত হয়েছিল তোমাদের সামনে ; ফক্করবাজদের শুধুই ফক্কর বলে গাল দেয়া অনুচিত , বরং কৃতজ্ঞ থাকো ....
ঃ ( ফ্রুটিকা আরও কিছু বলার আগেই ) জয় বাবা ফ্রুটিকা , জয় বাবা ফ্রুটিকা ্্্্্্, বাবা ফ্রুটিকা , তোমার জয় হোক ...
ঃ বাবা মানে ? বলি , কথায় কথায় বাবা না বানালে পেটের ভাত হজম হয়না ? অমুক বাবা , তমুক বাবা , খাজা বাবা , গজা বাবা , পীর বাবা , ন্যাংটা বাবা , ভণ্ড বাবা-কত যে বাবা !!! আমি বাবা না , জুস । বল , জয় জুস ফ্রুটিকা ।
#
*
#*# তিন ঢোকে ফ্রুটিকা শেষ করলাম আর প্রতিবারই বললাম , " জয় জুস ফ্রুটিকা " - প্রথমে অস্ফুটে , দ্বিতীয়
বার নিশ্বাস বন্ধ বড় বড় চোখে আর শেষবার মাথা ঝাড়া দিয়ে ........
.........আহহহহহহহহহহ ্্্ ফ্রুটিকা , ফ্রুটিকা , ফ্রুটিকা ....
********************** শুভ রাত্রি ********************************** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।