আর্জেটন্টিনা রোজারিও শহরে ১৪ জুন ১৯২৮ ইং সালে জন্ম নেয় বিশ্বের ইতিহাসের কালজয়ী বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারা। ডাক নাম তেতে। স্কুলের শিক্ষা শেষ করে স্ব-পরিবারে চলে আসেন রাজধানী বুয়েন্স আয়ার্সে। এখানে চে মেডিকেল কলেজে ভর্তি হয়। ডাক্তারি পড়ার সময় তার নিকটতম বন্ধু আলবার্তো গ্রানাদোসের সঙ্গে পুরানো একটি মোটর সাইকেলে চড়ে বেরিয়ে পড়েন এক দীর্ঘ সফরে।
১৯৫১ সাল, চে তখন ২৩ বছরের যুবক। আর্জেন্টিনা থেকে চিলি, সেখান থেকে পেরু, কলাম্বিয়া, তারপর ভেনিজুয়েলা। সাত মাস ধরে পথে পথে, দেশে দেশে ঘোরার পর ফিরে আসেন আর্জেন্টিনায়। ১৯৫৩ সালে বিশেষজ্ঞ ডাক্তারি পাশ করেন।
লাতিন আমেরিকার পথে-প্রান্তরে সফরের সময় চে গুয়েভারার বারবার মনে দাগ কেটেছে--সর্বশান্ত মানুষের কষ্ট, তাদের দারিদ্র, শোষন-নিঃপীড়ন, এর থেকে মুক্তির পথ কি? তার স্বপ্ন ছিল গবেষক হওয়ার, আবিস্কার করার।
কিন্তু চে প্রচুর ভেবেছেন ! কোন একটা আবিস্কার তো মানুষের জীবনকে পাল্টে দিতে পারে না। এই চিন্তা থেকেই আরেকটি নোতুন চিন্তার উদয় হয়েছিল চে গুয়েভারার- সমাজ পরিবর্তন! এই স্বপ্ন নিয়েই বেরিয়ে পড়লেন বলিভিয়ায়। সেখান থেকে পেরু,গুয়েতেমালা, চিলি, ইকুয়েডর, কোস্টারিকা। এই কোস্টারিকাতেই পরিচয় হয়েছিল তরুন বিপ্লবী নেতা কমরেড ফিদেল ক্যাস্ত্রোর সাথে। ততদিনে মার্কস -এঙ্গেলস-লেনিনের অনেক লেখায় তার পড়া হয়ে গেছে।
শুরু হলো শোষক শ্রেনীর বিরুদ্ধে আপোষহীন গেরিলা সংগ্রাম।
৯ অক্টোবর,১৯৬৭ সালে বলিভিয়ার হানাদার বাহিনিরা তাকে নির্মমভাবে হত্যা করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।