ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। কত সহস্র স্বপ্ন দেখেছি আমি,
চোখের এতটুকু লজ্জা নেই যেন।
কল্পনার ডানায় উড়েছি আকাশে জুড়ে,
ক্লান্তি নেই কোন।
দেখেছি দেশ বিদেশ দেখেছি স্বদেশ,
চেয়েছি উড়তে চেয়েছি উড়াতে,
কিন্তু হায় একি!
শুধুই পিছিয়ে পড়া শুধুই হতাশা।
এখনতো সময় আকাশে উড়ার,
সময় সামনে এগিয়ে চলার,
সময় দেখিয়ে দেয়ার।
কিন্তু না বাকী নেই কিছুই।
ঐ শকুনের দল খেয়ে শেষ করে দিচ্ছে।
ঐ শিয়ালের দল ভাগ করে ফেলেছে নিজের টুকু।
ঐ কুকুরের দল দখলের জন্য মারামারি করছে।
আমরা হলাম মৃত লাশ।
আমাদের ওরা খেয়ে চলছে।
ক্ষুধা যে তাদের কতবেশি বিশ্বাস করবে কেউ?
কবে পেট ভরবে ওদের?
কবে আমাদের ক্ষান্ত দিবে?
না ওরা দিবে না আমাদের শান্তি।
নষ্টদের আয়ত্বে চলে গেছে সব।
আর কি কিছু বাকী আছে?
সেগুলি ও যাবে।
মহল্লার সুন্দরী মেয়েটিকে সবাই নিজের স্ত্রী মনে করবে।
গলার হারটি নিজের ইচ্ছেবলেই নিয়ে নিবে,
কেউ প্রতিবাদ করবে না।
দিন দুপুরে পিস্তল ঠেকিয়ে গুলি করবে,
পুলিশকে দেখে মুচকি হেসে চলে যাবে সন্ত্রাসী।
আমাদের সাহায্য করবে না?
সেটি আমরা থোড়াই কেয়ার করি,
আমরা নিজেরাই পারি,
পারি মাথা তুলে দাড়াতে।
এখনো স্বপ্ন দেখি।
একদিন ধরব তোদের,
একদিন ছুড়ে ফেলব তোদের,
একদিন নিয়ে যাবে এগিয়ে এক বীর সৈনিক,
আমার এই প্রিয় বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।