আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজী শব্দ থেকে বাংলা অর্থ শিখুন

ইংরেজী শব্দ থেকে বাংলা অর্থ শিখুন 1. indolent = অলস , কুঁড়ে , শ্রমবিমুখ , কর্মবিমুখ , নিশ্চেষ্ট 2. against = বিপক্ষে , প্রতিকূলে , বিরুদ্ধে 3. mismanage = মন্দভাবে পরিচালনা করা , তালগোল পাকানো 4. microphone = শব্দ জোরাল করিবার যন্ত্র , শব্দতরঙ্গকে বিদ্যুৎ প্রবাহে পরিণত করিবার যন্ত্র 5. hermetic = বাতাসও ঢুকিতে পারে না এমনভাবে রুদ্ধ 6. decade = দশক 7. periscope = ডুবো-জাহাজ পরিখা প্রভৃতি হইতে উপরের বস্তু দেখার জন্য আয়নাযুক্ত যন্ত্রবিশেষ 8. bungalow = একতলা ছোটো বাড়ি 9. mythological = পৌরাণিক কাহিনীবিষয়ক 10. giddy = মাথা ঝিমঝিম করছে বা ঘুরছে এমন , বনবন করে চক্কর দিচ্ছে এমন , যেন নেশার ঘোরে আছে এমন , অর্ধচেতনা 11. parable = মতাদির ব্যাখ্যাপূর্ণ , নীতিগর্ভ রূপক-কাহিনী 12. amid = মধ্যে , মধ্যভাগে , মাঝখানে 13. levy = কর, খাজনা ধার্য করা , সৈন্য, রসদ ইঃ সংগ্রহ করা 14. obliterate = মুছে ফেলা , ঘষে তুলে ফেলা , চিহ্নমাত্র না রাখা , বিলোপ করা , নিশ্চিহ্ন করা , ধ্বংস করা 15. frigate = দ্রুতগামী পথপ্রদর্শক রণতরী , মাঝরি আকারের যুদ্ধজাহাজ 16. clinker = ঝামা, পোড়া কয়লার শক্ত ছাই 17. worker = কর্মী 18. peseta = স্পেইন-দেশীয় রৌপ্যমুদ্রাবিশেষ 19. merge = সম্পূর্ণভাবে মগ্ন করা বা মিলানো 20. propertied = সম্পত্তিওয়ালা Source: Bangla Dictionary http://bdword.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।