আমি খুবই সাধারন একজন মানুষ। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে পাড়ি জমিয়েছি বিদেশে জ্ঞানের পরিধি বাড়াতে। আসলেই কি জ্ঞান বাড়ছে, নিজেকেই প্রশ্ন করি মাঝে মাঝে !! একটা সরকার গঠনের সময় সরকারপ্রধাণ হাজার হাজার যোগ্যতাসম্পন্ন ব্যক্তি থেকে বাছাই করে আতিরিক্ত যোগ্যতাসম্পন্ন কিছু ব্যক্তিকে মন্ত্রনালয় দিয়ে থাকেন। মন্ত্রনালয় সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে পররাষ্ট্র মন্ত্রনালয় আবশ্যই আন্য আনেকগুলো চেয়ে আধিক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারপ্রধাণের ক্ষমতা থাকে সর্বসর্বা। আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে বঙ্গবন্ধু কন্যা কি জবাব দিবেন জাতির কাছে ?? রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য নতুন কেন সমস্যা না। ৯০-৯১ সাল থেকে এই সমস্যার সুত্রপাত। এই সমস্যা সমাধানে বর্তমান পররাস্ট্রমন্ত্রী মায়ানমারের রাষ্ট্রদূতকে একবার ডেকেও যদি কুটনৈতিক চাপ প্রয়োগ করতেন আথবা চাপের উপর রাখতেন আথবা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতেন তবে আমরা বাংলাদেশীরা বিবেকের কাছে কিছুটা হলেও হালকা হতাম। কুটনৈতিক কোন ব্যাপার তিনি বুঝেন বলে তার কার্যকলাপে মনে হয় না। এই পররাষ্ট্রমন্ত্রীর কি দরকার আছে দেশের ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।