আমাদের কথা খুঁজে নিন

   

যদি তারে নাই চিনি গো সে কি

হিউমর হীন দের প্রবেশ নিষেধ! যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে জানি নে। যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমার কুঁড়ির কানে কবে সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে, পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে, জানি নে। যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে, জানি নে। যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে-- জানি নে, জানি নে। যদি তারে নাই চিনি গো সে কি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।