আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ এবার রমনায় নিরাপত্তার কাজে রোবট

বছরের প্রথম ছাতা মাথায় রাস্তায় নামা , বছরের প্রথম ছাতায় বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা ;পুনশ্চ - পলিটিকাল ব্যাপার নিয়ে আর ব্লগ দিবনা, সবাই আমার ভাই , সত্যি কথা বললে কোন পক্ষের কোন ভাইকে কষ্ট পাবে সেটা দিতে চাইনা :) আগে সবাইকে নববর্ষের শুভেচ্ছা , বছরের প্রথম দিনটার মত সারাটা বছর সবার অনেক আনন্দে কাটুক । মূল খবর ---- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ব্যবহার করা এ যন্ত্রটির নাম ‘আই রোবট’। পুলিশ এটি ব্যবহার করে বোমা নিষ্ক্রিয়করণের কাজে। গতকাল রমনা পার্কে নিরাপত্তাব্যবস্থায় পুলিশ এটি ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের তৈরি এ যন্ত্রে আছে চারটি ক্যামেরা ও যান্ত্রিক হাত।

কোথাও বোমা পড়ে থাকলে তার ছবি তুলে সঙ্গে সঙ্গে তা দেখা যাবে কম্পিউটারে। আবার রোবট বোমাটি তার হাতে তুলে নিয়ে আসতে পারে। এটি মাটির ওপরে ও পানিতে সমানভাবে কাজ করে। দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এটি চালানো যায়। বাংলাদেশ পুলিশের এমন দুটি রোবট আছে।

গত আইসিসি বিশ্বকাপের সময় এগুলো কেনা হয়েছিল। প্রতিটির দাম প্রায় এক কোটি টাকা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।