আজকাল মানুষের সততা মূল্যবোধ থাকুক আর না থাকুক প্রায় সবারই একটা করে কম্পিউটার আছে । কম্পিউটার আছে মানে ভাইরাস এর ঝামেলাও আছে । ভাইরাস ছড়ায় সব চেয়ে বেশি পেন ড্রাইভ এর মাধ্যমে । আবার পেন ড্রাইভ এর ভাইরাস ছড়াতে সাহায্য করে পেন ড্রাইভ এর ভিতর লুকিয়ে থাকা অটোরান । এই অটোরান শত্রুটাকে দূর করতে পারলে ভাইরাস এর আক্রমন থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে ।
এই ক্ষেত্রে আপনার অত্যন্ত ভালো বন্ধু হতে পারে panda usb vaccine । এটা ইন্সটল করার পর আপনি কম্পিউটারে যখনি কোন পেন ড্রাইভ প্রবেশ করাবেন তখনি একটা নতুন উইন্ডো আসবে । সেখান থেকে vaccinate usb –তে ক্লিক করে পেন ড্রাইভকে একটি “ধনুষ্টংকার” এর টীকা দিয়ে দিন । আর হ্যাঁ vaccinate computer অপশনটিতে ক্লিক করে কম্পিউটারকেও এক ডোজ দিতে ভুলবেন না । এভাবে একটা পেন ড্রাইভকে একবার vaccine দিলেই চলবে ।
ইচ্ছা করলে সফটওয়্যারটিকে এরপর আনইনস্টল করে দিতে পারেন । অত্যন্ত কাজের এই সফটওয়্যারটির ওজন অত্যন্ত কম , মানে সাইজ মাত্র ৮২৮ কিলোবাইট । কথায় আছে না ছোটো মরিচের ঝাল বেশি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।