আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন মেহেদি হাসান

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদি হাসান আর নেই। পাকিস্তানের করাচিতে আজ বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মেহেদি হাসানের ছেলে আরিফ হাসানের উদ্ধৃতি দিয়ে জি নিউজ জানিয়েছে, ‘দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগে আজ দুপুর ১২টা ২২ মিনিটে মারা গেছেন আমার বাবা। ’ মেহেদি হাসানের মৃত্যুসংবাদ শুনে তাঁর হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় করেন।

শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে আগা খান হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক দিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তিনি। তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেওয়া হয়। উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদি হাসান ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। গজলসম্রাট বলেও পরিচিত তিনি।

গজল গানের পাশাপাশি ছবিতে প্লেব্যাকও করেছেন। শারীরিক অসুস্থতার কারণে আশির দশকের শেষ দিক থেকে মঞ্চে গাওয়া থেকে বিরত ছিলেন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।