আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ সনি এরিক্সন এক্সপেরিয়া আর্ক এস

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এক্সপেরিয়া আর্ক এস সনি এরকিসনের এক্সপেরিয়া সিরিজের ২০১১ সালের শেষের দিকের সদস্য। এটি সিরিজের বাকি সেটগুলোর মতই এন্ড্রয়েড স্মার্টফোন যা এন্ড্রয়েড ভার্শন ২.৩.৪ জিঞ্জারব্রেড এ চলে।

তবে ইতিমধ্যে বাজারে এর ভার্শন ৪এর আপগ্রেড চলে এসেছে, ফলে এতে আপনি আইসক্রিম স্যান্ডউইচের মজা নিতে পারবেন। ১১৭গ্রাম ওজনের এই স্লিম সেটটির পুরুত্ত মাত্র ৮.৭মিলিমিটার। এতে আছে ব্রাভিয়া মোবাইল ইঞ্জিন সহ ৪.২" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি বাজারে মোট ৫টি রঙ্গে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১.৪গিগা হার্জ স্করপিয়ন প্রসেসর, ৫১২ এমবি র‍্যাম, ৩০০ এমবি ব্যবহারউপযোগী ইন্টারনাল মেমোরি।

সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। এতে আছে জিও ট্যাগিং, ৩ডি প্যানারমা ফিচার সহ ফেস ও স্মাইল ডিটেকশন এবং টাচ ফোকাস সহ এলইডি ফ্লাস জুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও লাইট সহ ৭২০পি এইচডি ভিডিও করার সুবিধাও থাকছে। তবে সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা থাকছে না। এক্সপেরিয়া আর্ক এস এ আছে ১৫০০mAh ব্যাটারি যা আপনাকে দিবে প্রায় সাড়ে ৭ঘন্টা টকটাইম এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৩৬ঘন্টার অডিও চালাতে পারবেন। এর হোম স্ক্রিনটি রাখতে পারেন এইরকম।

সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এতে আরও থাকছে এফএম রেডিও এবং জিপিএস সুবিধা। এর আরেকটি মজার ব্যাপার হচ্ছে এতে বারকোড স্ক্যানার আছে, ফলে এটি দিয়ে আপনি বারকোড অনুবাদ করতে পারবেন। এত ফিচার সহ সনি এরিক্সন এক্সপেরিয়া আর্ক এস এর দাম পড়বে ২৮,০০০ টাকা।

পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।