আকাশে শান্তি... বাতাসে শান্তি... সংশোধনী : বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, এই নীল জর্সি শুধুমাত্র প্র্যাকটিস সেশনে ব্যাবহারের জন্য। আমাদের জাতীয় দলের মূল জার্সিতে লাল-সবুজ রঙের উপস্থিতি অপরির্তিত থাকছে। গতকাল দেশ ত্যাগের আগে টিম জর্সি প্যাক অবস্থায় থাকার কারণে প্র্যাকটিস জর্সি গায়ে ফটো সেশনে অংশ নেয় জাতীয় দলের সদস্যরা। এ সম্পর্কে একটি টিভি চ্যানেল ও কয়েকাটি সংবাদ মাধ্যমের অসম্পূর্ন রিপোর্টের কারণে এ অনাকাঙ্খিত ভূলবুঝাবুঝির সৃষ্টি হয়..... -------------------------------------------------------------------------------------- জর্সি !! জর্সি !!! পেশাগত কারনে এই জার্সি জিনিসটা গত তিনদিন যাবৎ আমাকে খুব জ্বালাচ্ছে... এখন এই সকাল বেলা বেশ রিফ্রেশিং মুডে চায়ের কাপ হাতে নিউজ সাইটগুলোতে ঢু মারতে এসে চরম একটা ধাক্কা খেলাম... গতরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা..... বাংলাদেশ জাতীয় দলের টিম ফটোটা দেখেছেন !!!??? কি অনূভুতি হচ্ছে আপনার ?? আমি কিন্তু সত্যিকার অর্থেই ধাক্কা খেয়েছি !! জার্সি নিয়ে নিজের মানসিক চাপের কারনে কি না জানি না, এই শীতল অর্থনীতি, উত্তপ্ত রহিঙ্গা ইস্যুর ভীড়েও আমার কাছে এটাই বজ্রপাতের মতো মনে হয়েছে...... প্রথমে বিশ্বাস-ই হতে চাচ্ছিলো না... দ্রুত বিসিবির অফিসিয়াল সাইটে গিয়ে দেখলাম..... একটি টিভি রিপোর্টে বলছে গতকাল বিকালে সাহারা গ্রুপের লোগো সম্বলিত এ নতুন জর্সির অনুষ্ঠানিক উদ্বোধন করছে বিসিবি। গতরাতে এ নিয়ে ব্লগে দুটো লেখাও পেলাম.... মা ও মাতৃভূমির মান সম্মান রক্ষা ভ্যাগিস কমলা রঙ ব্যবহার করে নি !!! এইডা কি বাংলাদেশ জাতীয় দল না ভারতের এ-টীম/ বি-টীম??? লেখা ও মন্তব্যগুলো পড়ে মনে হলো আমার মতো অনেকেই ধাক্কা খেয়েছেন.... আসলেই ব্যাপারটা আমাদের অস্তিত্বের.... লাল সবুজ আমাদের হৃদয়ে দোলা জাগায়... লড়াই করতে শেখায়... আমার অমিত্বকে প্রকাশ করে.... এরই টানে আমরা সকল বিভেদ ভূলে উল্লাসে চিৎকার করে উঠি.... বিষাদে মুষড়ে যায়..... আমি চাইনা আমাদের জাতীয় ক্রিকেট দল নীল রং গায়ে জড়িয়ে মাঠে নামুক.... আপনি ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।