আজ পূর্ণিমা। পূর্ণিমার
রাতে মাথাটা থাকে আউলা আর
মনটা থাকে শিজিল। দুচোখ
ভরে জ্যোৎস্না দেখছি। চাঁদের
আলোয় ভেসে যাচ্ছে মাঠ। হিম
হাওয়ায় রুপালী আলোক তরঙ্গ
ভেসে যাচ্ছে দূরদিগন্তে।
একরাঁশ
মেঘ নীল আকাশের বুকে মুক্ত পাখির
মতো উড়ে বেড়াচেছ। অদূর পাহাড়ের
বুক ছিঁড়ে ভেসে আসছে নিশাচর কোন
পক্ষীরাজের বিরহী সুর। সবুজ
শীতল ঘাসের স্পর্শে মনের
না বলা কথাগুলি ঘুরপাক
খাচ্ছে আকাশে আকাশে । বিরহী কোন
লক্ষী পেঁচা তার প্রিয়জনের
আগমনের প্রত্যাশায়
চেয়ে আছে নিষ্পলক। তৃষ্ণাতুর
দুচোখে জ্বলন্ত মৌনতায় পাহাড়
মেঘের আলিঙ্গনে জ্বলছে।
চাঁদের
আলোয় পরম মমতায় কদম ফুল
ভালোবাসা যায় বিলিয়ে। পাহাড়ের
মৌনতায় শত বিরহের আর্তনাদ
সবুজের মাঝে যায় হারিয়ে।
জ্যোৎস্নার জোয়ারে পাহাড়ের
বুকে থৈ থৈ করছে শত ঝরণার জল।
আমার এ ব্যাকুল মন শুধুই তোমার
হাতটি ছুঁতে চায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।