আমাদের কথা খুঁজে নিন

   

না বলে না ঐ মসৃণ উষ্ণতা

না বলে না ঐ মসৃণ উষ্ণতা ঐ মসৃণ গাল হাত দিলে কাঁপে বসন্তের মতো কেঁপে ওঠে ঠোঁটদ্বয় যেন ঋতুবদলে প্রণয়ের সময় হয়ে এলো বর্ষার নিমগ্ন রাত্রি বুঝি বুঝতে পারে তৃষ্ণার স্পর্শ যার জন্য মৃদু কম্পনে গোলাপীকে কম্পিত করে জাগরণে কিংবা নিদ্রায় মেঘের মতোন। সাঁতার কেটে কেটে নীল মেঘকে শিহরিত করে আকণ্ঠ নিমজ্জিত সাগরের যুবক স্বপ্ন আঁকে। ঐ ঝিরঝিরে ঠোঁটে চুম্বকের আস্বাদন জেগে রাখে আমায় সারারাত্রি বৃক্ষের মতোন শীতের রোদ কিংবা খরায় বৃষ্টির উন্মাতাল উন্মত্ততায়। আমি নৈঃশব্দের দ্যুতি নিয়ে ঘন অন্ধকারে চাঁদের উজ্জলতা অথবা স্বপ্নের সাথে প্রণয়ের পংক্তিমালাগুলো গুছিয়ে দেই শুধু গোলাপী অধরের তৃষ্ণায় না বলে না ঐ মসৃণ উষ্ণতা। কুয়াশার শিশির বিন্দু বিন্দু জমে উত্তপ্ত রোদ্দুরের সাথে আরো দীর্ঘ সড়কের সৃষ্টি করে নদীর কল্লোলিত ¯্রােতও দোহাই দেয় এই তৃষ্ণা শুধু খুঁজে যায় পথ গোলাপী শিশিরের দিকে। ঐ মসৃণ গালে হাত কেঁপে ওঠে অধর বাঁধাহীন বৃষ্টির জোয়ার ঐ মসৃণ গাল অধর পল্লব কেঁপে ওঠে মেঘের মতোন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।